নতুন দায়িত্বে হাসান আল মামুন, ইকবাল ফের ম্যানেজার
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন এবার নতুন দায়িত্ব পেলেন। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন এই সাবেক ফুটবলার। এর আগে তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডে কয়েক বছর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ বুধবার দুপুরে জাতীয় দল কমিটির ভার্চুয়াল সভা হয়। সভা শেষে বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘মালদ্বীপ যাওয়ার আগে রাজধানীর হোটেল রেডিসনে ক্যাম্প করবে। হাসান আল মামুনকে সহকারী কোচ ও ইকবাল হোসেনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’
বিজ্ঞাপন
ইকবাল এক বছর পর আবার জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পেলেন। গত মার্চে নেপাল সফরের সময় তিনি ম্যানেজার ছিলেন।জুনে বিশ্বকাপ বাছাইয়ে কাতারে দল গিয়েছিল ম্যানেজার ছাড়াই। সাফ ও শ্রীলঙ্কায় দুই টুর্নামেন্টে জাতীয় দলের ম্যানেজার ছিলেন বাফুফে সদস্য ও আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। কাজী সালাউদ্দিন চতুর্থ মেয়াদে বাফুফে সভাপতি হওয়ার পর পেশাদার ম্যানেজার নিয়োগের পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি ৷ ইকবাল পূনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শুধুমাত্র মার্চের দুই ম্যাচের জন্য।
আজকের সভায় আরেকটি বিষয় ছিল নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের ফিফা-এএফসির স্বীকৃতির জটিলতা। এই বিষয়ে জাতীয় দল কমিটি কোচের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন কিংসলের ভবিষ্যৎ । কোচ তাকে জাতীয় দলে ডাকলে সেক্ষেত্রে বাফুফে ফিফার সঙ্গে যোগাযোগ করবে অন্যথায় নয়।
বিজ্ঞাপন
এজেড/এটি