প্রতিপক্ষ দলে ক্যাসেমিরো নেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির লড়াইটার আগে এ নিয়ে আলোচনা হচ্ছে বেশ। তবে নেইমার জানালেন, তার ব্রাজিল সতীর্থকে ছাড়াও রিয়াল যথেষ্ট শক্তিশালী।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমার বললেন, ‘কাজটা সহজ হবে না মোটেও। রিয়াল মাদ্রিদের অনেক গুণী খেলোয়াড় আছে। আমার মতে, ক্যাসেমিরো তার জায়গায় বিশ্বসেরা। তবে আমরা এ নিয়ে মোটেও ভাবছি না। আমাদের ম্যাচটা একইভাবে জিততে হবে। যত সম্ভব ভালো খেলতে হবে।’

তবে ক্যাসেমিরো না থাকায় যে একটু সুবিধা পিএসজিরও হয়ে গেলো, সেটাও মেনে নিলেন নেইমার। বললেন, ‘তাদের জন্য বিষয়টা একটু কঠিন, কারণ তারা ক্যাসেমিরোকে নিয়ে খেলতে অভ্যস্ত। তবে আমাদের জন্য তার না খেলাটা ভালো খবর।’

বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর লিওনেল মেসি স্পেনে ফিরেছেন বেশ কয়েকবারই। তবে ম্যাচ খেলতে এলেন এই প্রথম। তাও আবার এক সময়ের ‘ঘোর শত্রু’ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। নেইমার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই প্রথম খেলছেন না, তবে রিয়ালের বিপক্ষে ম্যাচটা তো তারও ‘বিশেষ কিছু’ই হওয়ার কথা। রিয়ালের শত্রু শিবিরে যে খেলেছেন তিনিও!

নেইমার অকপটেই মেনে নিলেন বিষয়টা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘মেসির জন্য তো বটেই, আমার জন্যেও ম্যাচটা বিশেষ কিছু, কারণ আমরা দু’জনই এক সময় বার্সেলোনায় খেলেছি।’

রিয়াল মাদ্রিদ তাদের সাবেক দল বার্সেলোনার ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বলে নাহয় মেসি-নেইমারের কাছে ম্যাচটা আলাদা আবেদন রাখছে। কিন্তু সার্জিও রামোস? চলতি মৌসুমের শুরুতে পিএসজিতে যোগ দেওয়া এই ডিফেন্ডার যে গেল মৌসুমেও ছিলেন রিয়ালের অধিনায়ক, তার কাছে কেমন লাগবে? নেইমারের উত্তর, ‘সার্জিওর জন্যেও ম্যাচটা বিশেষ কিছুই হবে।’ এরপর আবার বিষয়টাকে সাধারণীকরণও করে দিলেন এই বলে, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা সবার জন্যই বিশেষ কিছু।’

তবে নেইমারের জন্য রিয়ালের বিপক্ষে তো বটেই, তাদের মাঠ সান্তিয়াগো বের্নাবিউর স্মৃতিটাও বেশ মধুর। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছিলেন গোল। পরের মৌসুমে সান্তিয়াগো বের্নাবিউতে গোল পেলেও বার্সেলোনা হেরেছিল ম্যাচটা। এরপর ২০১৫-১৬ মৌসুমে মেসিহীন ম্যাচে আলো ছড়িয়ে করেছিলেন এক গোল, করিয়েছিলেন আরেকটি। এমন সব স্মৃতি কী করে ভোলেন নেইমার?

নেইমার ভোলেনওনি। বললেন, ‘আমার দারুণ কিছু স্মৃতি আছে। গোল করেছি, করিয়েছি। দারুণ কিছু ম্যাচ খেলেছি আমি। এই স্টেডিয়ামটা এমন এক স্টেডিয়াম যার অবিশ্বাস্য কিছু ইতিহাস আছে। এখানে খেলাটা একটা আনন্দের বিষয়।’

রিয়ালের বিপক্ষে তাদেরই মাঠে ম্যাচ, যে লড়াইয়ে আবার ১-০ গোলে এগিয়ে পিএসজি। এমন  ম্যাচে কে ফেভারিট? প্রশ্ন ধেয়ে গিয়েছিল নেইমারের কাছে। ব্রাজিল তারকার উত্তর, ‘পিএসজি আর রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইটা সবসময়ই ৫০/৫০ হবে। এখানে কেউই ফেভারিট নয়।’

আগের লেগে জিতেছিল পিএসজি। তবে পারফর্ম্যান্স মন ভরাতে পারেনি নেইমারের। দলকে পিএসজি তারকার আহ্বান, খেলতে হবে আরও ভালো। বললেন, ‘আমরা একটু এগিয়ে আছি। কিন্তু এই এগিয়ে থাকাটা আমরা কেবল মনেই রাখতে পারি আমরা। মাঠে আমাদের আরও ভালো খেলতে হবে, প্যারিসে যেমন খেলেছিলাম, তার চেয়েও ভালো।’

এনইউ/এটি