ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান শুরুর দিকে ভালো ছন্দে থাকলেও মাঝপথে যেন খেই হারিয়ে ফেলেছে। ক্রমেই পয়েন্ট হারিয়ে চলছে সাদা কালো দলটি। আজ গোপালগঞ্জে মোহামেডান উত্তর বারিধারার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্য দিকে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। 

গোপালগঞ্জ স্টেডিয়ামে মোহামেডান ও বারিধারার ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এই ড্রয়ে মোহামেডান ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আর বারিধারা আট পয়েন্ট নিয়ে আট নম্বরে। 

অন্য দিকে সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিক রহমতগঞ্জ ও সফরকারী পুলিশের ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। জার্মান ফুটবলার আদিল ১১ মিনিটে পুলিশকে লিড এনে দেন। ৮৯ মিনিট পর্যন্ত ম্যাচে এই লিড থাকে। স্বাগতিক রহমতগঞ্জকে খেলায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। নির্ধারিত সময় ১-১ সমতা। ইনজুরি সময়ে পুলিশ পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে দলের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন ড্যানিলো। আর হতাশায় পুড়ে রহমতগঞ্জ। 

এই জয়ে পুলিশ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অন্য দিকে সমান ম্যাচে পুরান ঢাকার ক্লাবটির পয়েন্ট মাত্র সাত। ১২ দলের মধ্যে তাদের অবস্থান নবম। 

এজেড/এনইউ