বার্সেলোনা খেলতে নামলে চার গোল করবে, এটা কি নিয়মই করে ফেলার ইচ্ছে তাদের আছে কি না কে জানে! মাঝে গ্যালাতাসারের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে সম্ভব হয়নি সেটা। অবশ্য তাতে বড় কৃতিত্বটা পাবেন ঘরের ছেলে ধারে থাকা গোলরক্ষক ইনাকি পেনা। লা লিগায় ফিরতেই আবারও অসাধারণ খেলল বার্সা।

ক্যাম্প ন্যুতে রোববার রাতে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। পুরো ম্যাচজুড়েই বার্সেলোনার হয়ে আলো ছড়িয়েছেন ওসমান দেম্বেলে। করেছেন দুটি অ্যাসিস্টও। ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রাখে বার্সা, গোলমুখে করে ২৪টি শট।

গোলের সূচনা হয় ১৪তম মিনিটে। পেনাল্টি পায় বার্সা। গাভিকে ডি বক্সের মধ্যে ফেলে দেন ওসাসুনা ডিফেন্ডার। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফেরান তোরেস। ছয় মিনিট পরের গোলটা আসে সরাসরি। ওসমান দেম্বেলে বক্সের ভেতরে বাড়ান দারুণ এক থ্রু বল। প্রতিপক্ষ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ফেরান। 

ম্যাচের ২৭তম মিনিটে তৃতীয় গোলটিও পেয়ে যায় বার্সেলোনা। এবারও বলের পেছনের কারিগর দেম্বেলে। বক্সের ভেতরে বাড়ানো দারুণ পাস কিছুটা দৌড়ে গিয়ে স্লাইড করে জালে জড়ান জানুয়ারির দলবদলে বার্সায় যোগ দেওয়া পিওরো এমরিক অবমেয়াং। 

বার্সেলোনার জার্সিতে ৬০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন জেরার্ড পিকে। ৫৫তম মিনিটে জালে বলও পাঠান তিনি। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ওই গোল। তার ভুলেই অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে গোলও খেতে বসেছিল বার্সা, কিন্তু দারুণ সেভ দেন গোলরক্ষক টের স্টেগান।

৭৫ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা রিকি পুইজ দলের হয়ে চতুর্থ গোল করেন। তার প্রথম শট গোলরক্ষ ঠেকিয়ে দলে ফিরতে শটে গোল করেন তিনি। ফের গোল উৎসবে ফিরল বার্সেলোনা। পেল দারুণ জয়। বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে গ্যালাতাসেরর বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে তারা। 

এমএইচ