রাকিব-শাকিলদের বিমান-পুলিশের পেছনে ছুঁটছে নিয়াজের সাইফ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে চতুর্থ রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে। ছয় পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় স্থানে।
চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে দুই ভারতীয় গ্র্যান্ড মাস্টার এরিগেসি অর্জুন ও ডি, গুকেশ এবং দেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন।
বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব। বাংলাদেশ বিমান এ রাউন্ডে ৩-১ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে।
বিজ্ঞাপন
বাংলাদেশ বিমানের পক্ষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ভারতীয় ফিদে মাস্টার পি বিদান্ত ও আনিসুর রহমানকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ভারতীয় ফিদে মাস্টার হারষাদের সাথে ড্র করেন।
সাইফ স্পোটির্ং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ম্যানহা’স ক্যাসলকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভিলি, ম্যানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও জাবেদ আল আজাদকে পরাজিত করেন। ম্যানহা’স ক্যাসেলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার মেনডোনকা লিওন লুকে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবকে পরাজিত করেন। ম্যানহা’স ক্যাসলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার হার্ষা ভারতকুটি সাইফ স্পোর্টিং ক্লাবের ইরানী গ্র্যান্ড মাস্টার ইদানি পোউয়া র সাথে ড্র করেন।
বিজ্ঞাপন
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ২.৫-১.৫ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে পরাজিত করে। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের পক্ষে ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়নান যথাক্রমে শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভি প্রনবকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ভারতীয় গ্র্যান্ড মাস্টার সংকল্প গুপ্তকে পরাজিত করেন এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী শাহিন চেস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর সাথে ড্র করেন।
এজেড/এমএইচ