দক্ষিণ আফ্রিকায় এক ম্যাচ জিতলেও খুশি সাকিব
অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ (রোববার) রাত ১১টায় দেশ ছাড়বেন তিনি। যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন টাইগার অলরাউন্ডার। যেখানে দক্ষিণ আফ্রিকা সফরের নিজেদের লক্ষ্য জানাতে গিয়ে বললেন, সিরিজ জিততে পারলে ভালো লাগবে তার, তবে দুই ফরম্যাট মিলিয়ে ৫ ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতলেও খুশি তিনি।
সাকিব বলেন, ‘আমরা যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি আমার কাছে মনে হয় সেটাও ভালো রেজাল্ট হবে।’
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সঙ্গে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সেখানে খেলা দ্বিপাক্ষীক সিরিজের ১৯ ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। ৬টি টেস্ট খেলে হার সবগুলোতে। জয় নেই ৯ ওয়ানডের একটিতেও। সাকিব মনে করছেন, এই আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ আছে।
সাকিবের ভাষায়, ‘প্রত্যাশা কতটুকু আছে সেটা গুরুত্বপূর্ণ না, আমরা কতটুকু করতে পারবো সেটাই গুরুত্বপূর্ণ। দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা ঐরকম আশানুরূপ কিছুই করতে পারেনি। তো এবার পরিবর্তন করার সুযোগ আমাদের সামনে, আমরা সেটাই চেষ্টা করব।’
বিজ্ঞাপন
তবে কাজটা যে সহজ নয় মোটেও, সেটিও মনে করিয়ে দিলেন সাকিব। সাকিব বলেন, ‘দেখেন ওখান শেষ সিরিজ হয়েছে ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে, সবগুলো ম্যাচে জিতেছে তারা। আমাদের জন্য তো অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের বোলিং ডিপার্টমেন্ট অবশ্যই ভালো বলতে হবে, কিন্তু আমি সিরিজগুলোতে আমরা অনেক ভুগি। আমার মনে হয় সেই জায়গায় থেকে উন্নতির সুযোগ আছে। আমাদের ব্যাটিংটা ও উন্নতি করতে হবে একই সঙ্গে যেটা হয় যে আমাদের ফিল্ডিংটা, তিন বিভাগেই পারফর্ম করতে হবে।’
টিআইএস/এমএইচ