লিওনেল মেসির সময়টা যেভাবে উল্টো গেছে, বিস্মিত করবে যে কাউকে। একটা সময় তাকে বলা হতো ক্লাবের মেসি। জাতীয় দলে গেলেই কেমন নিষ্প্রভ হয়ে যেতেন। এখন হয়েছে তার ঠিক উল্টো। আর্জেন্টিনা দলেই তাকে দেখা যায় বেশি আনন্দে।

পিএসজিতে এখন মেসির খারাপ সময় কাটছে। দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে। মেসি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। রোববার রাতে পিএসজি সমর্থকরা তো ঘরের মাঠে দুয়োও দিয়েছেন আর্জেন্টাইন তারকাকে। তবে জাতীয় দলে ফিরলেই বদলে যাবেন মেসি, এমন বিশ্বাস আলবিসেলেস্তদের সহকারী কোচ রবার্তো আয়লার।

তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা (পিএসজির ছিটকে পড়া) কোনো ইস্যু না। কারণ এটা আমাদের জাতীয় দল থেকে বিচ্ছিন্ন। আমরা মেসিকে ভালো দেখছি। সে এমন একটা ছেলে, যে জাতীয় দলে গেলে বদলে যায়। সে দলের সঙ্গে খুব ভালোভাবে জড়িত আর ওই দলের একজন হিসেবে নিজেকে দেখতে চায়।’

‘অনেকের জন্য সে আদর্শ কিন্তু আমাদের দলে খেলে। সে নিজেই চায়, অন্যদের মতোই তাকে ট্রিট করা হোক। আমি তাকে নেতা হিসেবে শুধু মাঠেই দেখি না, প্রতিটা ছোট বিষয়েও। এটা আমাদের জন্য অনেক মূল্যাবান।’

ইতোমধ্যেই কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। কোপা আমেরিকা জয়ের পর থেকেই তাদের বেশ উৎফুল্ল লাগছে। জাতীয় দল নিয়ে আশাবাদী হচ্ছেন আলবিসেলেস্ত সমর্থকরা। আয়লাও বলছেন, দারুণ একটা দল তৈরি হয়েছে তাদের।

তিনি বলেছেন, ‘দারুণ একটা দল তৈরি হয়েছে। তারা উপভোগ করছে। আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই অনুশীলন হচ্ছে। এটা সহজ হয়ে গেছে কারণ তারা বানিয়ে দিয়েছে। এখানে লম্বা কোনো মুখ নেই।’

এমএইচ