ম্যান ইউনাইটেডের ‘ইঞ্জিন’ রোনালদো
সমালোচনা ঘিরে ধরেছিল তাকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইনজুরির কারণে দলে ছিলেন না। গুঞ্জন ছড়িয়েছিল, তাকে নাকি বাদ দেওয়া হয়েছে দল থেকে। পরে টটেনহ্যামের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন নতুন করে। করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।
প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সময়ের ব্যবধান রেখে হ্যাটট্রিকের মালিক তিনি। তার ওই হ্যাটট্রিকে ভর করে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের পর রোনালদোকে দলের ইঞ্জিন হিসেবে দেখার কথা জানিয়েছেন ইউনাইটেড কোচ রাল্ফ রাঙ্কনিক।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার যে ধরনের মর্যাদা আর যেভাবে সে খেলতে পারে। দলকে নিশ্চিতভাবেই সে উজ্জ্বীবিত করতে পারে। কিন্তু দলে আরও খেলোয়াড় আছে যাদের দায়িত্ব নিতে হবে। তাদের পারফর্ম করতে হবে ও দলকে নেতৃত্ব দিতে হবে।’
‘সে আজকের পারফরম্যান্সে মতোই নেতৃত্ব দিতে পারে। আমি আসার পর থেকেই তাকে এটা বলেছি। আজকের মতো পারফর্ম করে সে দলের ইঞ্জিন হতে পারে। কিন্তু আমাদের এমন আরও কয়েকজন আছে যারাও এমন করতে পারে। ফ্রেড, ম্যাগুয়ের, ভারানে, ভিক্টর, যেকেউ।’
বিজ্ঞাপন
রাঙ্কনিক প্রশংসা করেছেন দলের আরেক তারকা কাভানিকে, ‘এমনকি কাভানি। সে যখন শেষ ১০-১৫ মিনিটে আসে তখন দেখায় দলে তার গুরুত্ব। আর এখনও দলে কী ধরনের ভূমিকা রাখতে পারে। আমি চাই সে মৌসুমের শেষ পর্যন্ত এভেইলেবল থাকুক। আমাদের দলের জন্য ভালো হয়নি গত ছয় সপ্তাহ তাকে না পাওয়া।’
এমএইচ