গোল করেই যাচ্ছেন বেনজেমা, উড়ছে রিয়াল
আগের ম্যাচে হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছিলেন অসাধারণ জয়। করিম বেনজেমা থামলেন না সেখানেই। গোল করেই যাচ্ছেন তিনি। মায়ার্কোর বিপক্ষেও জোড়া গোল এসেছে তার পা থেকে। তাতে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করা দলটি উড়ছেই।
সোমবার রাতে লা লিগার ম্যাচে মায়ার্কোর বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে তারা এগিয়ে গেল ১০ পয়েন্টের বড় ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধে অবশ্য দাপট দেখাতে পারেনি রিয়াল। উল্টো ভালোই সুযোগ তৈরি করছিল মায়ার্কো।
বিজ্ঞাপন
১১তম মিনিটে প্রথম সুযোগটিও এসেছিল তাদের কাছেই। দূর থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ড ভেদাত মুরিখি। পরে ৩৫তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগটি আসে মায়োর্কার জন্য। রিয়াল ডিফেন্ডার ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শট নেন পাবলো মাফেয়ো, কিন্তু তার নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্টে বাধা পায়।
বিরতির পাঁচ মিনিট আগে সুযোগ আসে ভিনিসিয়াসের কাছেও। বেনজেমার কাছ থেকে বল পেয়ে তার নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। গোলশূন্য অবস্থায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।
বিজ্ঞাপন
৫৫তম মিনিটে আসে প্রথম গোল। মায়োর্কার মিডফিল্ডার ইদ্রিসু বাবার ভুলে বল পান ভেদে ভেলভার্দে। বেনজেমা ওই বল ধরে বাঁ দিকে ভিনিসিয়াসকে খুঁজে নেন। তার নেওয়া শট গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
৭৭তম মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন বেনজেমা। পাঁচ মিনিট পর তিনি গোল পান মার্সেলোর বাড়ানো ক্রসে হেড করে। সবমিলিয়ে টানা ৫ ম্যাচে গোল পেলেন বেনজেমা।
এমএইচ