পাঁচ বছর পর জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত নাসির
এক সময় জাতীয় দলে অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম নাসির। এই ফুলব্যাক রক্ষণের পাশাপাশি আক্রমণেও রাখতেন সমান ভূমিকা। সেই নাসির পাঁচ বছরের বেশি সময় পর আবার জাতীয় দলে ডাক পেয়েছেন।
সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে আজ মঙ্গলবার অনুশীলন শেষ করেই পেয়েছেন জাতীয় দলে ডাক পাওয়ার খবর। জাতীয় দল তার কাছে নতুন না হলেও কয়েক বছর বিরতিতে এই ডাক পাওয়া তাই খানিকটা ভিন্ন রকম ভালোলাগা, ‘আসলে জাতীয় দলের স্বাদই আলাদা। এর সাথে অন্য কিছুর তুলনা হয় না।’
বিজ্ঞাপন
জাতীয় দলে এক সময় নাসিরের জায়গা ছিল অনেকটাই নিশ্চিত। মাঝে চোট, অফ ফর্ম সব মিলিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। ত্রিশ উর্ধ্ব নাসির আবার সেই জায়গায় ফিরতে চান, ‘প্রথমে আমার ক্লাব কোচ ও সতীর্থদের ধন্যবাদ। তাদের সকলের সহায়তায় ভালো পারফরম্যান্স করতে পেরেছি। এজন্য জাতীয় দলের কোচ ডেকেছেন। তাকেও ধন্যবাদ। এখন অনুশীলনেও সেরাটা দিয়ে ম্যাচে সুযোগ করে নিতে চাই।’
কয়েক মাস আগে বাফুফে তাকে জাতীয় দলের ক্যাম্পে একবার উঠিয়েছিল। পরবর্তীতে কোচের তালিকায় নাম থাকায় আবার চলে যেতে হয়েছিল। একই রকম অভিজ্ঞতা ছিল সাইফের আরেক ফুটবলার মারাজ হোসেনের।
বিজ্ঞাপন
আনুষ্ঠানিকভাবে এই বারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন মারাজ হোসেন। সাইফ স্পোর্টিংয়ের মারাজ এই প্রতিবেদকের কাছ থেকে প্রথম খবরটি শুনে প্রতিক্রিয়ায় বলেন, ‘অনূর্ধ্ব পর্যায়ে খেলেছি। এবার সিনিয়র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলাম। আশা করি কোচের আস্থার প্রতিদান দিতে পারব’। গাজীপুর থেকে উঠে আসা এই ফুটবলার জাতীয় দলে নিজের জায়গা স্থায়ী করতে চান, ‘কোচের পরামর্শ পালন করতে চাই অক্ষরে অক্ষরে ও সিনিয়র ভাইদের সহায়তা পেলে অবশ্যই আমি দীর্ঘদিন দেশকে কিছু দিতে পারব।’
জাতীয় দলে গত কয়েক বছর নিয়মিত মুখের কয়েকটি নেই এবার। রহমত মিয়া, সাদ উদ্দিন ও মাহবুবুর রহমান সুফিল দলে জায়গা পাননি।
এজেড/এটি