দুই দিন আগে ক্রিস্টাল প্যালেস গোলশূন্য ড্রয়ে বাধ্য করেছিল ম্যানচেস্টার সিটিকে। তাতে লিভারপুলের সামনে সমীকরণটা এমন ছিল, নিজেদের সব ম্যাচে জিতলেই প্রিমিয়ার লিগ জিতবেন সালাহরা। আর্সেনালের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে সে পথে যাত্রা শুরু করল লিভারপুল। সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধানটা নামিয়ে এনেছে ১ পয়েন্টে।

তবে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না কোচ ইউর্গেন ক্লপের দলের। মোহামেদ সালাহ আর রবার্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে শুরু করা ম্যাচে মাঝমাঠের দখল ছিল না দলের, আক্রমণেও মিলছিল না সাফল্য। যার ফলে প্রথমার্ধটা গোলহীনভাবেই পার করে দলটি।

তবে দ্বিতীয়ার্ধেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় অল রেডরা। ৫৪ মিনিটে থিয়াগো আলকান্তারার পাস খুঁজে নেয় বক্সে থাকা ডিয়েগো জোটাকে। সেখান থেকে কোণাকুণি এক শটে বলটা আর্সেনালের জালে জড়িয়ে দেন তিনি। তাতে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।

৬২ মিনিটে দ্বিতীয় গোলটি নিয়ে ম্যাচের পুরো দখল নিজেদের মুঠোয় নিয়ে আসে লিভারপুল। বক্সে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। তাতেই লিভারপুলের ২-০ গোলের জয় নিশ্চিত হয়ে যায়। প্রিমিয়ার লিগে এটি ক্লপের দলের টানা নবম জয়। 

এর ফলে ২৯ ম্যাচ থেকে ২১ জয় আর ৬ ড্রয়ে দলটির সংগ্রহ দাঁড়ালো ৬৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ১টি বেশি পয়েন্ট  সিটির। তবে লিভারপুল নিজেদের বাকি নয় ম্যাচ জিতলেই শিরোপা জিতে যাবে, কারণ আসছে ১০ এপ্রিলই যে সম্ভাব্য ‘ফাইনাল’ ম্যাচে সিটির মুখোমুখি হবেন সালাহরা।

এনইউ