দুই ম্যাচেই জয় চায় বাংলাদেশ
জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ম্যাচ খেলতে পারেনি। মার্চ উইন্ডোতে একটি হোম ও আরেকটি অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে ৬ পয়েন্ট নিতে চান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকাল মালদ্বীপের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ (সোমবার) টিম হোটেল র্যাডিসনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রায় চার মাস পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলছে। ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে ও ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচে ৬ পয়েন্ট নিতে আশাবাদ জামালের, ‘আমরা ৬ পয়েন্টের জন্য লড়ব। আশা করি সফল হবো।’ মালদ্বীপের মাটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মালদ্বীপ হারাতে পারেনি। ক্যাবরেরার কোচিংয়ে নতুন অধ্যায় রচিত করতে চান জামাল, ‘আগে রেকর্ড নেই ঠিক আছে। আমরা নতুন রেকর্ড করব।’
বিজ্ঞাপন
মালদ্বীপ এই ম্যাচ উপলক্ষে দল ঘোষণা করেছে। এই দলে নেই সিনিয়র ফুটবলার আলী আশফাক। বাংলাদেশের বিপক্ষে অনেক জয়ের নায়ক তিনি। মালদ্বীপ সম্পর্কে জামালের মূল্যায়ন, ‘তারা অবশ্যই ভালো দল। তাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আশফাক অবশ্যই তার দলের একটা ফ্যাক্টর।’
ক্যাবরেরা মাত্র ৩ দিন বাংলাদেশ দলকে অনুশীলন করিয়েছেন। নতুন কোচ সম্পর্কে অধিনায়কের পর্যবেক্ষণ, ‘প্রতি কোচের আলাদা স্টাইল থাকে। তারও আছে। তবে যেহেতু স্প্যানিশ তাই অস্কারের সঙ্গে অনেকটা মিল আছে।’
বিজ্ঞাপন
ক্যাবরেরার জন্য এই দুই ম্যাচ গুরুত্বপূর্ণ। জাতীয় দলের কোচ হিসেবে তার অভিষেক। পেশাদারিত্বকে এগিয়ে রেখে নিজের চাপটাকে আড়ালের চেষ্টা এই স্প্যানিশের, ‘পেশাদার কোচ হিসেবে চ্যালেঞ্জ নিতেই হবে। এটা আমার দায়িত্ব।’
জুনে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ের আগে মার্চের এই দুই ম্যাচ ক্যাবরেরার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে তার ২৩ ফুটবলার রয়েছে। সকল ফুটবলারকে দেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘২৩ ফুটবলারই খেলার জন্য তৈরি। সবাইকে ব্যবহারের বিষয়টি নির্ভর করছে সময় ও পরিস্থিতির ওপর।’
আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি আসন্ন দুই ম্যাচ সম্পর্কে বাফুফের প্রত্যাশা সম্পর্কে বলেন, ‘আমরা দলকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেছি। আমরা আশা করি ৯০ মিনিট ফুটবলাররা লড়াই করবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবো।’
এজেড/এটি