বয়সটা ৪১ হয়ে গেছে। অথচ এখনও প্রতাপের সঙ্গে খেলে যাচ্ছেন ইউরোপের শীর্ষ লিগে। জ্লাতান ইব্রাহিমোভিচ নামটার কথা এতক্ষণে নিশ্চয়ই মনে এসে গেছে। অনেকের মনেই প্রশ্ন, কবে অবসরে যাবেন তিনি? সুইডিশ তারকা দিয়েছেন এর উত্তর। 

নিজের চেয়ে ভালো কাউকে দেখছেন না বলেই নাকি অবসরে যাচ্ছেন না ইব্রাহিমোভিচ। ফর্ম অবশ্য উল্টো কিছু বলছে না। ২০২০ সালের জানুয়ারিতে লা গ্যালাক্সি ছেড়ে সিরি আর দল এসি মিলানে যোগ দেন তিনি। এরপর থেকে লিগে ৫৫ ম্যাচে ৩৩ গোলের দেখা পেয়েছেন ইব্রাহিমোভিচ।

যদিও এর ২০ গোলই এসেছে ২০২০ সালে। এরপর থেকে বেশ কয়েকবার পড়েছেন ইনজুরিতে। কথা উঠেছে তার ফিটনেস নিয়ে। তার কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘ভবিষ্যৎ লেখা এখনও বাকি। আমার কোনো পরিকল্পনা নেই। দেখা যাক কী হয়।’

তিনি আরও বলেন, ‘ফুটবল থামিয়ে দেওয়ার জন্য আমি আফসোস করতে চাই না। যদি ফুটবল ছেড়ে দেওয়ার পর বলি আমি আরও খেলতে পারতাম, তখন সারাজীবন অনুশোচনায় ভুগতে হবে। আমি যতক্ষণ সম্ভব, খেলে যেতে চাই। বাস্তবতা হচ্ছে, আমি ততক্ষণ খেলে যাবো যতক্ষণ নিজের চেয়ে ভালো কাউকে দেখবো। তাই আমি খেলে যাচ্ছি।’

চলতি মৌসুমে লিগে কেবল ১৮ ম্যাচে মাঠে নেমেছেন ইব্রাহিমোভিচ। এখানেও যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল এসেছে তার পা থেকে। মাঠে নামলেই পারফরম্যান্স করছেন তিনি। এখনও তার খেলা চালিয়ে যাওয়ার শক্তি আছে বলেই বিশ্বাস ইব্রাহিমোভিচের। তবে একদিন যে থামতে হবে, এটাও জানা ইব্রাহিমোভিচের।

তিনি বলেছেন, ‘আমি জানি একদিন এটা থেমে যাবে। আমি এমন শক্তি থাকবে না। এটা সব ফুটবল খেলোয়াড়ের জন্যই সমস্যা কারণ যখন আপনি খেলবেন তখনই এটা থাকবে। ওই শক্তি, অন্যকিছু করেই পাবেন না কারণ আমাদের মধ্যে প্রোগ্রাম করা আছে।’

এমএইচ/এটি