জামাল ভূঁইয়াদের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সামনের অ্যাসাইনমেন্ট জুনে এশিয়ান কাপ বাছাই। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে মার্চের ফিফা উইন্ডোর দুই ম্যাচের পর্যালোচনা করতে চান আগে এই স্প্যানিশ কোচ। আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বিএসজেএ মিডিয়া কাপ ফাইনাল শেষে মিডিয়ার সাথে কথা বলেন তিনি। 

হ্যাভিয়ের দুই ম্যাচের একটিতে হেরেছেন, আরেকটিতে ড্র। দুই ম্যাচের একটিতেও বাংলাদেশ গোল করতে পারেনি। গোল বিষয়ে তিনি বলেন, ‘দুই ম্যাচেই অসংখ্য গোলের সুযোগ তৈরি হলেও আমরা গোল পাইনি। আশা করি সামনে এই সমস্যা থেকে পরিত্রাণ পাব।’

বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপে খেলেছিল। এরপর আর খেলার সুযোগ পাইনি। এবারের বাছাই পর্ব একটি ভেন্যুতে রাউন্ড রবিন লিগ হওয়াতে কিছুটা সম্ভাবনা বেড়েছে।

এশিয়া কাপের সম্পর্কে কোচের ভাবনা, ‘আগে কোচিং স্টাফ ও টেকনিক্যালদের সাথে বসে এই দুই ম্যাচের পর্যালোচনা করব। এরপর এশিয়া কাপের পরিকল্পনা। আমাদের দুই ম্যাচের পাশাপাশি এই উইন্ডোতে মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কেমেনিস্তানও ম্যাচ খেলেছে। তাদের খেলাগুলোও বিশ্লেষণ করব। এরপর পরিকল্পনা করব।’ 

জুনের প্রথম সপ্তাহ মালয়েশিয়ায় এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ। এর আগে ১৮-২৪ মে বসুন্ধরা কিংসের এএফসি কাপ কলকাতায়। জাতীয় দলের প্রস্তুতির পরিকল্পনা অনেক বিষয়ের উপর জড়িত, ‘বসুন্ধরার খেলা রয়েছে। আবাহনীও খেলতে পারে। কলকাতা থেকে তারা ঢাকায় আসবে না সরাসরি মালয়েশিয়া যাবে আরো অনেক বিষয় রয়েছে। এসব বিষয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা করব।’

সিলেটে ম্যাচ শেষ করে এখন আবার ঢাকায় ফিরেছেন হ্যাভিয়ের। ৩ এপ্রিল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচ দেখতে আবার সিলেট যাবেন হ্যাভিয়ের। এশিয়া কাপ বাছাইয়ের আগে লিগের ম্যাচগুলোতেই তার নজর, ‘এশিয়া কাপ বাছাইয়ের আগে লিগ ম্যাচ দেখেই আমার সময় কাটবে। লিগের ম্যাচগুলো দেখা গুরুত্বপূর্ণ।’ 

এজেড/এটি/এনইউ