বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠছে। গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর বাফুফে এই বিষয় আমলে নিয়েছে। আজ বিকেলে পাতানো খেলা শনাক্তকরণ কমিটি সভা করেছে। 

আজকের সভায় আগামী সপ্তাহে দুই দিন অভিযোগ উঠা খেলোয়াড়,কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বাফুফে পাতানো খেলা বিষয়ে জিরো টলারেন্স। বিগত বছর আমরা কঠিন শাস্তি দিয়েছি। এবার অভিযুক্ত বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’
 
বাফুফের এই পাতানো খেলা ইস্যুতে প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাহায্য করতে চেয়েছে। মন্ত্রণালয়ের সহযোগিতা করার বিষয়টি স্বাগত জানিয়েছে বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা প্রয়োজনীয় সকল পক্ষের সঙ্গেই আলোচনা করি ও সাহায্য নেই। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এর সঙ্গে যুক্ত হলে অবশ্যই তা আমাদের জন্য ভালো হবে।’ 

এজেড/এমএইচ