ভিয়ারিয়াল কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখানো বায়ার্ন স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পেরে উঠেনি দুই লেগ মিলিয়ে। প্রথম লেগে ১-০ গোলে হারের পর ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করে বায়ার্ন।

এই ম্যাচের পর ক্ষোভে ফুঁসছে জার্মান চ্যাম্পিয়নদের সমর্থকরা। কিন্তু কতটা? সেটাই যেন বুঝালেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগালসম্যান। কোয়ার্টার ফাইনালে হারের পর তাকে নাকি হত্যার হুমকি অবধি দেওয়া হচ্ছে। তাও একটা-দুটো নয়, প্রায় সাড়ে চারশ হত্যার হুমকি পেয়েছেন নাগালসম্যান।

তিনি বলেছেন, ‘আমি সমালোচনা ভালোভাবে সামলাতে পারি। পরিস্থিতি এখন আলাদা, ইনস্টাগ্রামে ৪৫০টি হত্যার হুমকি পেয়েছি। আসলে আমি এটা প্রতি ম্যাচের পরই পাই, জিতি অথবা হেরে যাই। আমি ওগুলো পড়ে দেখি না, সবসময়ই অনেকগুলো ডিলিট করে দেই। সাধারণত আমি শুধু প্রথম লাইনটা দেখি।’

কেবল নাগালসম্যানই নন, তার মায়ের প্রতিও ক্ষোভ ঝেড়েছেন ওই সমর্থকরা, ‘এটা পরিষ্কার যে অনেক মানুষ আমাকে মারতে চায়। কিন্তু এখন তারা আমার মাকে টার্গেট করছে যার ফুটবলের বা বায়ার্নের বাদ পড়ার সঙ্গে কোনো সম্পর্কই নেই। এটা কিছুটা বন্য হয়ে যাচ্ছে কিন্তু যদি সবকিছুর দিকে তাকাই, আমি শেষ করতে পারবো না।’

‘কীভাবে আমি এসব সামলাই? ফিরেও তাকাই না। লোকজন যা চায়, তাই লিখতে পারে। কিন্তু আমি এটা নিয়ে খুব একটা ভাবি না, বুঝতেও পারি না।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও বুন্দেস লিগা জিততে চলেছে বায়ার্ন। আর মাত্র দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সেটি। নাগালসম্যানের নজর আপাতত সেখানেই। তবে এরপর যে অনেক কিছু নিয়ে পরিকল্পনা করতে হবে, সেটা জানা নাগলসম্যানের। এমনিতে যে সমালোচকদের খুব একটা পাত্তা দেন না, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।

বায়ার্ন কোচ বলেছেন, ‘আমি আমার দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই আর সেটা আগামী দুই ম্যাচেই। এরপর অনেক কিছু নিয়ে পরিকল্পনা করব আর দলকে আগামী বছর আরও ভালো হিসেবে চাই। যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে তাদের আমাকে জুলিয়ান নাগালসম্যান হিসেবেই ভালোবাসতে হবে, বায়ার্নের কোচ হিসেবে না। কেউ যদি পছন্দ না করে, তাহলেও ঠিক আছে। আমার নিজেকে ছাড়া কাউকে কিছু প্রমাণ করার নেই।’

এমএইচ