রোনালদো ছুঁলেন ৫৯ বছরের পুরনো রেকর্ড
ছবি: সংগৃহীত
চলতি মৌসুমে যেন জোড়া গোলের ফুলঝুরি ছোটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে ধারাটা পার্মার বিপক্ষেও ধরে রাখলেন, তাতে দলও পেল ৪-০ ব্যবধানের সহজ এক জয়। এদিনের জোড়া গোলে জুভেন্তাসের ৫৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন তিনি।
২০২০-২০২১ মৌসুমে রোনালদো খেলেছেন মাত্র ৯ ম্যাচ। তাতেই করে বসেছেন ১২ গোল। হ্যাটট্রিক না পেলেও জোড়া গোল পেয়েছেন পাঁচ ম্যাচে, দুই ম্যাচে করেছেন একটি করে গোল, বাকি দুই ম্যাচে ছিলেন গোলশূন্য। সেই পাঁচ ম্যাচের একটি ছিলো শনিবার রাতে। পার্মার বিপক্ষে দেয়ান কুলুসেভস্কির উদ্বোধনী গোলের পর ২৬ আর ৪৮ মিনিটে দুটো গোল পান জুভেন্তাস তারকা। ৮৫ মিনিটে আলভারো মোরাতা পার্মার কফিনে ঠোকেন শেষ পেরেকটি। তাতে শীর্ষে থাকা মিলানের সঙ্গে জুভেন্তাস ব্যবধান কমিয়ে এনেছে এক পয়েন্টে, যদিও একটি ম্যাচ বেশি খেলেছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
বিজ্ঞাপন
এদিনের জোড়া গোল রোনালদোকে সিরি’আ গোল দাতার তালিকায় জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকু থেকে এগিয়ে দিয়েছে দুই গোলের ব্যবধানে। তবে দিনের সবচেয়ে বড় কীর্তি এটিই নয়। এদিনের দুই গোলে জুভেন্তাস কিংবদন্তি ওমার সিভোরির ৫৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন তিনি।
চলতি বছরে ইতালিয়ান লিগে পর্তুগীজ কিংবদন্তির গোলসংখ্যা ৩৩। তাতে জুভেন্তাস রেকর্ড ছুঁলেও সিরি’আ রেকর্ড ভাঙতে ফিওরেন্টিনার বিপক্ষে ২৩ ডিসেম্বর অতিমানবীয় কিছুই করতে হবে। ১৯৩৩ সালে ফেলিস বোরেল সিরি’আয় করেছিলেন ৪১ গোল, সেটা ভাঙতে হলে শেষ ম্যাচে রোনালদোর চাই ৯ গোল! তবে দ্বিতীয় সর্বোচ্চ হওয়াটা খুবই সম্ভব, ১৯৫০ সালে গানার নরদালের করা ৩৬ গোলের রেকর্ড ভাঙতে রোনালদোকে শেষ করতে হবে ৪ গোল।
বিজ্ঞাপন
তবে কোচ পিরলো রেকর্ডকে একপাশে রেখে দলীয় নৈপুণ্যকেই দেখলেন বড় করে। বললেন, ‘জুভেন্তাসের এমন সব সন্ধ্যাই তো দেখতে চাই। আমাদের জয়টা প্রয়োজন ছিলো। আমাদের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো ও আলভারো দুজনেরই গোলে ফেরাটা প্রয়োজন ছিলো। দল হিসেবেও ভালো খেলাটা দরকার ছিলো। আমরা ধীরে ধীরে আমাদের প্রয়োজনীয় সব অর্জন করছি; শুধু আমি নিজে নই, দলের সব খেলোয়াড়ও।’
‘আমরা ঠিক পথেই আছি, ব্যাপারটা আমরা জানি। পার্মার বিপক্ষে খেলি কিংবা বার্সেলোনা, এমন মনোভাবটাকে প্রতি ম্যাচেই ধরে রাখতে চাই। আমাদের আগ্রাসী হতে হবে, বলগুলোকে যত দ্রুত সম্ভব দখলে আনতে হবে, তাহলেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে থাকবে।’
এনইউ