ভারতের দুর্দিনে বিস্মিত কামিন্সও
ছবি : ইএসপিএন ক্রিকইনফো
অ্যাডিলেডে শনিবার সকালে প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড যেটা করলেন, সেটা ব্যাখ্যা করার জন্য উপযুক্ত শব্দ আসলে কী? আপাতত বিস্ময়কর বলে কাজ চালানো যায়। তবে সম্ভবত সেটিও উপযুক্ত শব্দ না।
এক ঘণ্টার ঝড়ে যেন পুরোপুরি উড়ে গেলেন বিরাট কোহলিরা। অলআউট হলেন নিজেদের ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ ৩৬ রানে। যার পুরো কৃতিত্বই দুই অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের। সবার মতো ভারতকে এতে অল্প রানে আটকে দিয়ে বিস্মিত কামিন্স নিজেও।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, যদি ওদের ২০০ রানের মধ্য রাখতে পারি এবং ব্যাটিংয়ে ভালো করতে পারি তাহলে ম্যাচে থাকব। প্রথম ঘণ্টায় যা ঘটেছে তা বিস্ময়কর। এটা সেই সব দিনের একটি যখন সব কিছু কাজে লেগেছে, যা চেষ্টা করেছি সবই কার্যকর হয়েছে।’
আগের ইনিংসে ২০০ পার হওয়া ভারতের দ্বিতীয় ইনিংসে এমন দশার কারণ কী? কামিন্স জানিয়েছেন আগের ইনিংসেও ভালো বোলিং করেছিলেন তারা। তবে দ্বিতীয় ইনিংসে লেংথে একটু বদলে দিয়েছিলেন বলে জানিয়েছেন কামিন্স।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আমরা দেখেছি, পিচে অনেক বাউন্স আছে। তাই স্টাম্পে বল করতে প্রায় হাফ ভলি লেংথে বল করতে হতো। আজ আমরা কিছুটা ফুল লেংথে বোলিং করেছি, ব্যাটসম্যানদের সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষায় ফেলতে পেরেছি। ওদের বল ছাড়াটা কঠিন করে তুলেছি, সৌভাগ্যবশত আজ সবই কাজে লেগেছে।’