ইউনাইটেড অধিনায়কের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে বাজেভাবে হেরেছে দল। লিভারপুলের কাছে দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড হজম করেছে গুণে গুণে ৯ গোল, নির্দিষ্ট এক দলের বিপক্ষে আরেক দলের এমন বাজে পারফর্ম্যান্সের নজির ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে নেই আর একটিও। এমন বাজে পারফর্ম্যান্সের পর এবার ইমেইলে নিজ ঘরে বোমা বিস্ফোরণের হুমকি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের।
গত বুধবার এই হুমকি পেয়েছেন তিনি। চেশায়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যেই এ বিষয়ে তদন্তও শুরু করে দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ অফিসাররা বোমা শনাক্তকারী বিশেষজ্ঞ কুকুরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ম্যাগুয়েরের বাড়িতে, যেখানে তিনি তার বাগদত্তা ফার্ন হকিংস ও তার দুই সন্তানকে নিয়ে থাকেন।
বিজ্ঞাপন
ম্যাগুয়েরের পক্ষ থেকে এক মুখপাত্র ইংলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টায় হ্যারি তার বাড়িকে লক্ষ্য করে গুরুতর হুমকি পেয়েছেন, এখানে হ্যারি তার পরিবার নিয়ে থাকেন। তিনি অতিসত্বর পুলিশকে বিষয়টি জানিয়েছেন, যারা এখন এই বিষয়টি সামলাচ্ছেন। তার বাড়ি ও তার আশেপাশের মানুষের নিরাপত্তাকে অতি অবশ্যই প্রধান্য দিচ্ছেন হ্যারি।’
তার বাড়িকে লক্ষ্য করে এমন হুমকি পেলেও অবশ্য ম্যাগুয়ের তার অনুশীলন চালিয়ে যাবেন। আগামী শনিবার আর্সেনালের আতিথ্য নেবে তার দল, যে আর্সেনাল গত রাতে চেলসিকে তাদেরই মাঠে হারিয়েছে ৪-২ গোলে। বর্তমানে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে আছে ইউনাইটেড। শীর্ষ চারের আশা জিইয়ে রাখতে মাঠের খেলাকেও হালকাভাবে নিতে পারছেন না তিনি।
বিজ্ঞাপন
ম্যাগুয়েরের মুখপাত্র এ বিষয়ে বলেছেন, ‘তিনি সপ্তাহান্তের ম্যাচ (আর্সেনালের মাঠে) সামনে রেখে স্বাভাবিক অনুশীলনটাই চালিয়ে যাবেন। পুরো বিষয়ে এখন এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছি না আমরা।’
চেশায়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০ এপ্রিল বুধবার চেশায়ার পুলিশকে উইলস্লো অঞ্চলের এক বাড়িতে বোমার হুমকির কথা জানানো হয়। এখন পর্যন্ত কাউকে বাড়ি থেকে বের করা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২১ এপ্রিল বিকেলে পুলিশের বোমা শনাক্তকারী কুকুরকে সেই ঠিকানায় নিয়ে যাওয়া হয়, যেন বাগান ও তার আশেপাশের জায়গাগুলোয় তল্লাশি চালানো যায়।’
হ্যারি ম্যাগুয়েরকে এই হুমকি কে দিয়েছে, তার হদিস এখনো মেলেনি। তবে বিশাল অর্থের বিনিময়ে দলে আসার পর আশানুরূপ পারফর্ম করতে না পারায় সমর্থকদের চক্ষুশূল অনেক আগে থেকেই হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, এর আগে-পরে স্টেডিয়ামেও দর্শকরা দুয়ো দিয়েছেন ইংলিশ এই ডিফেন্ডারকে।
এনইউ