রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে কষ্টেসৃষ্টে ১-০ গোলের জয় নিয়ে বেরিয়ে এসেছে বার্সেলোনা। এই জয়ের ফলে দুই ম্যাচের খরা কাটল দলটির। এতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও কোচ জাভি অবশ্য দলের পারফর্ম্যান্সে মোটেও খুশি হতে পারেননি। সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন, আরও উন্নতি চাই দলের। 

সপ্তাহখানেক আগে এক সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলার তুলনায় নিজেদের খেলার ধরন, দর্শন নিয়ে কথা বলেছিলেন জাভি। সেখানেই উঠে এসেছিল ভালো ফুটবল খেলার কথা। তবে সেই ‘ভালো ফুটবলটা’ সোসিয়েদাদের মাঠে খেলতে পারেনি বার্সা। বলের দখলে ছিল ৪৪ শতাংশ সময়। 

তবে এই জয় দলটিকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আরও কাছাকাছি নিয়ে গেছে দলটিকে। জাভি এতে স্বস্তিত নিঃশ্বাস ফেললেন। বললেন, ‘তিন পয়েন্টের জন্য আমি সন্তুষ্ট, এটা আমাদের ক্লাবের জন্য, দলের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ এক জয়।’

এরপরই অবশ্য জাভি বড় করে দেখলেন দলের পারফর্ম্যান্সকে। বললেন, ‘খেলাটা নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। দ্বিতীয়ার্ধে আমরা ভুগেছি। সৎভাবে আত্মসমালোচনাও করতে হবে আমাদের। আমরা মোটেও ভালো খেলিনি, আমাদের আরও অনেক উন্নতি দরকার।’

পুরো ম্যাচে প্রতিপক্ষ গোলমুখে বার্সা শট নিয়েছে একটি। আর প্রতিপক্ষ এ সময় বার্সেলোনার গোলমুখে সোসিয়েদাদ শট নিয়েছে ৫টি। এর সবকটাই এসেছে দ্বিতীয়ার্ধে। এমন এক ম্যাচকে তার অধীনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হওয়া ম্যাচ হিসেবে দেখছেন জাভি। বললেন, ‘এটা এমন এক ম্যাচ যেখানে আমরা সবচেয়ে বেশি ভুগেছি, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটাও থাকবে এই তালিকায়।’

তবে এই জয়ের দিনে বার্সার প্রত্যেক ডিফেন্ডারই চোটের কবলে পড়েছেন। এ নিয়ে জাভির ভাষ্য, ‘জর্দি, রোনাল্ড, পিকে... আমরা অনেক ভুগছি। অনেক অবসাদ আছে দলে। আর বর্তমান সূচিটাও বেশ কঠিন।’

এই অবসাদটা যে নিজের খেলার ধরনের জন্যই হচ্ছে, সেটাও অকপটে মেনে নিলেন। বললেন, ‘আমাদের খেলার ধরনের কারণেই এমন হচ্ছে। অনেক দিন ধরে এমন কিছু এখানে চলেনি। তাই এর ছাপটা শারীরিকভাবে দেখা যাচ্ছে এখন। কিন্তু আমাদের খেলোয়াড়রা আজ যে পরিশ্রম করেছে, তা দুর্দান্ত।’

এনইউ