চার ম্যাচ হাতে রেখেই লিগ জিতে গেছে প্যারিস সেন্ট জার্মেই। গত মৌসুমে লিগ শিরোপা হারানোর পর আবারও ঘরোয়া শিরোপা ঘরে তুলেছে তারা। কিন্তু হায়! দলের সমর্থকদের যেখানে উচ্ছাসের সাগরে ভাসার কথা সেখানে তারা উল্টো শিরোপা নিশ্চিত করা ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে গিয়েছে। যারা মাঠে ছিলেন তারাও ম্যাচজুড়ে নিজেদের দলকে দুয়ো দিয়েছেন।

পিএসজির খেলোয়াড়দের মাঝে সমর্থকদের দুয়ো দেওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলটির মধ্যমাঠের কাণ্ডারি মার্কো ভেরাত্তি সমর্থকদের দুয়ো দেওয়ার কারণ বুঝতে পারছেন না, ‘সমর্থকরা যারা উদযাপন করেনি? তারা কেন উদযাপন করেনি তা আমার বোধগম্য নয়। ফুটবলে কখনো আপনি জিতবেন, কখনো আপনি হারবেন। আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, আশা করি, পরের বছর সেটাও জিতব।’

তবে দলটির বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে মনে করেন, সমর্থকরা দুয়োর মাধ্যমে কোন একটা বার্তা দিতে চেয়েছেন, ‘সমর্থকদের আচরণে হতাশ হয়েছি কি না? না। আমি এই বিষয়গুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারা উদযাপন করতে চাইলে করবে, না করতে চাইলে করবে না। তারা হতাশ। আমরা তাদের হতাশার কারণ বুঝতে পারি, তবে সেটার (চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার) এক মাস হয়ে গেছে। সমর্থকরা একটা বার্তা দিতে চেয়েছে, ক্লাব সেটা বুঝতে পেরেছে। তারা উদযাপন করবে কি না সেটার সিদ্ধান্ত তারা নেবে, আমরা বলার কেউ না। আমরা জিতেছি আর এতেই আমরা খুশি।’

তবে দুয়ো দেওয়া সমর্থকদের সবচেয়ে কড়া জবাবটি দিয়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার, ‘এখনো পিএসজির সাথে আমার চুক্তি রয়েছে। আমি আরও তিন বছর এখানে আছি। তাই দুয়ো দেওয়া বন্ধ করুন, নয়ত আপনাদের আরও বাতাস লাগবে।’
 
ঘরোয়া লিগ জেতাটাকে পিএসজির জন্য একটা রুটিনই বলা চলে। গত পাঁচ মৌসুমে এই নিয়ে চারবার লিগ জিতল দলটি। এবারের শিরোপার মাধ্যমে সবচেয়ে বেশি ১০ বার ফরাসি লিগ জেতা সেন্ট এতিয়েনের রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। তবে ঘরোয়া লিগের এই সাফল্যের ধারাকে কোনভাবেই ইউরোপ পর্যন্ত টেনে নিতে পারছে না তারা। অনেক চেষ্টা-চরিত্র করেও এখনো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি তাদের, লিগ শিরোপা জেতার পরও দলকে দুয়ো দেওয়ার ঘটনা সেটি নিয়ে সমর্থকদের মাঝে তৈরি হওয়া পুঞ্জীভূত ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ।

এইচএমএ