বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ নইমুদ্দিনকে বিশেষ সম্মাননা জানিয়েছে কলকাতা মোহামেডান। গতকাল শনিবার ক্লাব প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নইমুদ্দিন ও মোঃ ফরিদকে শান-ই মোহামেডান সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পড়িয়ে দেন কলকাতা মোহামেডান ক্লাবের কর্মকর্তারা। 

নইমুদ্দিন ভারতের ফুটবলে অন্যতম কিংবদন্তি। ৬০'র দশকে ভারতের জাতীয় ফুটবল দলে খেলেছেন। সেই সময়ের ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে তাকে গণ্য করা হয়৷ খেলা ছাড়ার পর কোচিং করান তিনি৷ তার অধীনে ভারত জাতীয় ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয় ২০০৫ সালে।

ভারতের এই কৃতি ফুটবলার বাংলাদেশের ফুটবলেও অনেক জনপ্রিয়। বাংলাদেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর কোচিংয়েই। ২০০৭ সালে বাংলাদেশ ফুটবল দলের কোচও ছিলেন৷ এরপর বিভিন্ন সময় ব্রাদার্স ইউনিয়নে কোচিং করিয়েছেন। মাঝে এক মৌসুমে ঢাকা মোহামেডানেরও কোচ ছিলেন।

গত চার বছরের বেশি সময় পারিবারিক অসুস্থতা ও নানা কারণে বাংলাদেশে কোচিং করাতে আসেন না। ভারতেই বসবাস করছেন। নইমুদ্দিনের বাড়ি হায়াদ্রাবাদে হলেও ফুটবলের সূত্রে কলকাতায় থাকেন বছরের অনেক সময়।

এজেড/এটি