বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্বাধীনতা ক্রীড়া সংঘের অভিষেক হয়েছিল বসুন্ধরা কিংসকে হারিয়ে। আজ শুরু হওয়া দ্বিতীয় লেগে বসুন্ধরা কিংস স্বাধীনতার হোম ভেন্যু রাজশাহীতে ২-০ গোলে জয় পেয়েছে। প্রথমার্ধে জোড়া গোল করেন কিংসের নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল ফেরেইরা। 

স্বাধীনতা ক্রীড়া সংঘ কিংসের বিপক্ষে এই ম্যাচ খেলতে নেমেছিল বিদেশি ফুটবলার ছাড়াই। প্রথম লেগে খেলা বিদেশিদের বিদায় করে দিয়েছে নবাগত দলটি। দ্বিতীয় লেগে নতুন চার বিদেশি আনছে। দুই ব্রাজিলিয়ান, এক সার্বিয়ান ও এক জাপানীর নিবন্ধন হলেও তারা এখনো বাংলাদেশে এসে পৌছাননি। 

বিদেশিহীন দুর্বল স্বাধীনতার বিপক্ষে বসুন্ধরা কিংসও তাদের তুরুপের তাস রবসন রবিনহোকে খেলায়নি। নতুন দুই বিদেশি স্পেনিশ নুহা মারং এবং ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা ছিলেন শুরু থেকে। কিংসের জার্সি গায়ে অভিষেকেই গোল পেয়েছেন ব্রাজিলিয়ান মিগুয়েল। ম্যাচের ২৮ মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রো থেকে বক্সে জটলার মধ্যে বল পান মিগুয়েল। আড়াআড়ি শটে বল জালে পাঠাতে ভুল করেননি এই ফরোয়ার্ড। স্বাধীনতার ডিফেন্ডাররা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। 

নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিংসের নতুন ব্রাজিলিয়ান। এবার বা প্রান্ত থেকে এক ক্রস স্বাধীনতার গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল বক্সের মধ্যে পড়লে দারুণ দক্ষতায় ফিনিশিং করেন মিগুয়েল। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। মিগুয়েলের জোড়া গোলে কিংস স্বাধীনতাকে হারানোর মধুর প্রতিশোধ নিল। এই জয়ে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে কিংস সবার শীর্ষে আর স্বাধীনতা সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে। 

এজেড/এমএইচ/এটি