সেমিফাইনাল পর্যন্ত রিয়াল মাদ্রিদকে প্রায় একাই টেনেছেন কারিম বেনজেমা। তবে সেমিতে চমক দেখিয়েছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েজ। দুই মিনিটে দুই গোল করে খাদের কিনারা থেকে টেনে তুলে মাদ্রিদকে পৌঁছে দিয়েছেন ফাইনালে। সেমিফাইনালে দুই গোল করা রদ্রিগো এবার আগেভাগেই ঘোষণা দিলেন, ফাইনালে লিভারপুলের বিপক্ষে অন্তত এক গোল তো করবেনই!

সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়ের পর সাংবাদিকদের সাথে কথোপকথনে রদ্রিগো জানান, 'বাবার সঙ্গে বাজি ধরেছিলাম যে তিন গোল করব। তবে আমি মাত্র দুটি গোল করেছি। একটা বাদ রয়ে গেছে, সেটা ফাইনালে করব।'

সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের সেই মহাকাব্যিক প্রত্যাবর্তন এখনো অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে। তবে রদ্রিগো মনে করেন, রিয়াল মাদ্রিদের জার্সিতে কোন কিছুই অসম্ভব নয়, 'এই জার্সিতে যেকোন কিছুই হতে পারে। আমরা শেষ পর্যন্ত লড়াই করি'

দুই গোল করে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে যারপরনাই খুশি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, 'পেশাগত দিক দিয়ে এটা আমার জীবনের অন্যতম সেরা দিন। মাঠে নেমে দুই গোল করে খেলা বদলে দিতে পারা, আমি খুশি।'

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে রদ্রিগোকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। ২০১৯-২০ মৌসুমে রিয়াল মাদ্রিদ বি'র হয়ে ৩ ম্যাচে দুই গোল করার পরই মূল দলের হয়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে ১০৩ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন রদ্রিগো।

এইচএমএ