রোমাকে ফাইনালে তুলে অশ্রুসজল মরিনিও
রোমাকে ইউরোপা কনফারেন্স লিগ ফাইনালে তোলার পর আর আবেগ ধরে রাখতে পারেননি জোসে মরিনিও। মুখে হাসি আর চোখে অশ্রু নিয়ে উদযাপন করেছেন দলের সাফল্য। ম্যাচের শেষ বাঁশির পরই ডাগআউটে স্টাফদের জড়িয়ে ধরে আবেগের সমুদ্রে ডুব দেন এই পর্তুগিজ।
গত বছর টটেনহ্যামকে কারাবাও কাপের ফাইনালে তুলেছিলেন মরিনিও। কিন্তু প্রিমিয়ার লিগ এবং অন্য প্রতিযোগিতাগুলোতে নড়বড়ে ফর্মের কারণে কারাবাও কাপ ফাইনালের কয়েকদিন আগে মরিনিওকে বরখাস্ত করে ইংলিশ ক্লাবটি। তাই ফাইনাল ম্যাচে আর ডাগআউটে থাকা হয়নি তার।
বিজ্ঞাপন
সেই ক্ষতে এখনো প্রলেপ দিতে পারেননি মরিনিও। তাই তো ইউরোপা কনফারেন্স লিগ সেমিফানালের দ্বিতীয় লেগের আগে সেই কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন, 'সেমিফাইনালে জয় আপনাকে ফাইনাল খেলার অধিকার দেয়। তবে তার আগে আপনি বরখাস্ত হয়ে গেলে সেটা ভিন্ন কথা!'
বৃহস্পতিবার রাতে লেস্টার সিটিকে ইউরোপা কনফারেন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে মরিনিওর দল এএস রোমা। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। সিরি আ-তেও তার অধীনে রোমার পারফরম্যান্স মন্দ নয়, তাই এবার ফাইনালে ডাগআউটে থাকার সুযোগটা নিশ্চিতভাবেই পাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার মরিনিও।
বিজ্ঞাপন
তবে ইউরোপের তৃতীয় সারির এক প্রতিযোগিতার ফাইনালে উঠে কেন এতটা আবেগাপ্লুত হলেন দু'বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই ম্যানেজার, আবেগ সামলে উত্তরটা মরিনিও নিজেই দিয়েছেন, 'আমি খুবই আবেগপ্রবণ। এটা আমাদের চ্যাম্পিয়ন্স লিগ। আপনি যখন রোমে থাকবেন, রোমে কাজ করবেন, রোমে নিঃশ্বাস নেবেন, তখন এই ক্লাবটার সাথেও আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে যাবেন। কারণ এটাই রোমের আসল ক্লাব।'
'আমরা একটা মোটামুটি মানের দল তৈরি করেছি, যেটা ধাপ ধাপে উন্নতি করেছে। আর আজ আমরা একটা প্রিমিয়ার লিগের দলকে হারিয়ে দিয়েছি। আমি নিজে এর চেয়েও অনেক গৌরবময় মুহূর্তের সাক্ষী হয়েছি। তবে আমার আজকে এই আবেগাপ্লুত হওয়া নিজের জন্য নয়, এই ক্লাবের সমর্থকদের ও খেলোয়াড়দের জন্য।'
মরিনিওর রোমা ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ২৫ মে ডাচ ক্লাব ফেয়েনুর্দের মুখোমুখি হবে।
এইচএমএ