ঈদ ছুটি শেষে মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ
রমজানেও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। খেলা চলেছে ঈদের এক দিন আগেও। এরপর পাঁচ দিন ছিল ঈদের ছুটি। সেই ছুটি কাটিয়ে প্রিমিয়ার লিগ মাঠে ফিরছে আবার। আগামীকাল ৭ মে চার ভেন্যুতে লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আগামীকাল মোকাবেলা করবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। এই ম্যাচটি গোপালগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঈদ পরবর্তী যানজট বিবেচনায় খেলাটি মুন্সিগঞ্জে নিরপেক্ষ ভেন্যুতে হবে।
বিজ্ঞাপন
লিগের একমাত্র অপরাজিত দল শেখ জামাল রাজশাহী স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে। লিগের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। দুই দলেরই হোম সিলেট জেলা স্টেডিয়াম।
জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে ফর্মে ফেরা শেখ রাসেল ক্রীড়া চক্র জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
বিজ্ঞাপন
রোববার ৮ মে এই রাউন্ডের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। সেই ম্যাচের পর থাকবে মাত্র তিন দিনের বিরতি। ১৫ তম রাউন্ডের খেলা শুরু হবে আগামী ১২ মে। ১৩ মে সেই ম্যাচদিবস শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এক মাসের বেশি সময়ের জন্য স্থগিত থাকবে এএফসি কাপ ও এশিয়ান কাপের জন্য।
আগামীকালের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা (মুন্সিগঞ্জ স্টেডিয়াম)
শেখ জামাল ও পুলিশ (রাজশাহী স্টেডিয়াম)
ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ(সিলেট স্টেডিয়াম)
শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং (কিংস অ্যারেনা)
প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল পৌনে চারটায়
এজেড/এনইউ