শুরুতে গোল করে আবাহনীকে সহজ জয়ের পথটা দেখিয়েছিলেন মেহেদি হাসান রয়েল (বামে)/বাফুফে

বাংলাদেশ ফুটবলে গোলের হাপিত্যেশ শোনা যায় কান পাতলেই। জাতীয় দলের ম্যাচে গোল নেই শেষ দুই ম্যাচে, এর আগেও এই গোলখরা কোচেদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক বার। প্রিমিয়ার লিগেও বিদেশিদের দাপটে দেশীয়রা গোলের সুযোগ পান না তেমন। তবে আজ সেই দেশীয়দের দুই গোলই সহজ এক জয় এনে দিয়েছে শিরোপাপ্রত্যাশী আবাহনীকে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। 

আবাহনীর দুই গোল তো দেশীয়রা করেছেনই, ম্যাচের অন্য গোলটাও এসেছে দেশি ফুটবলারের পা থেকেই। আবাহনীকে ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে দেন মেহেদি হাসান রয়েল, এর মিনিট দশেক পর জুয়েল রানার গোলে ব্যবধান বাড়ায় দলটি। যোগ করা সময়ে রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন মেজবাহ উদ্দিন। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ফলে আবাহনী মাঠ ছাড়ে ২-১ গোলের সহজ জয় নিয়ে। 

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ঘরোয়া ট্রেবল জয়ের দৌড়ে টিকে থাকল ঢাকা আবাহনী। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। অধিনায়ক বদলের পর দুর্দান্ত খেলছে সাইফ স্পোর্টিং। অধিনায়ক হিসাবে জামাল ভূঁইয়ার বদলে রিয়াদুল হাসান রাফি অসাধারন নৈপুণ্য দেখাচ্ছেন। ম্যাচের ৬১ মিনিটে দেওয়া তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। 

এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে শেখ রাসেল।

এজেড/এনইউ