লিভারপুলের সঙ্গে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান নিয়ে যে ইঁদুর-বিড়াল খেলা চলছিল, তাতে এবার একটু যেন দম ফেলার ফুরসত পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই সপ্তাহে লিভারপুল ঘরের মাঠে টটেনহামের সঙ্গে ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে, তবে ম্যানচেস্টার সিটি ঠিকই নিজেদের ম্যাচ নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গিয়ে শীর্ষস্থান পুনর্দখল করে পেপ গার্দিওলা বলেছেন, ইংল্যান্ডে নাকি গণমাধ্যম থেকে শুরু করে সবাই নাকি ম্যান সিটির চেয়ে লিভারপুলকে শিরোপা জয় করতে দেখতে বেশি উন্মুখ।

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশির পরপরই বিইন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেন, ‘এক সপ্তাহ আগেও কেউ ভাবেনি আমরা লিগ জিততে পারি। এই দেশে সবাই লিভারপুলকে সমর্থন করে। গণমাধ্যম থেকে শুরু করে সবাই।’

রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে দিন কয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার দল। তবে লিভারপুল আবার ভিয়ারিয়ালকে হারিয়ে পৌঁছে গেছে সেই প্রতিযোগিতার ফাইনালে। লিভারপুলের লিগ শিরোপা জেতার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনাই বেশি বলে মনে হয় গার্দিওলার, ‘ইউরোপে লিভারপুলের অসাধারণ ইতিহাস আছে। তবে প্রিমিয়ার লিগে নয়, শেষ ত্রিশ বছরে তারা মাত্র একবার লিগ জিতেছে। আমাদের আরও নয় পয়েন্ট প্রয়োজন, এখন হয়ত ছয় হলেও হবে।’

শিরোপার দৌড়ে লিভারপুলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে যাওয়া সিটির ভাগ্য এখন তাদের নিজেদের হাতে বলে মনে করেন এই স্প্যানিশ ম্যানেজার, ‘পরবর্তী দুই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বুধবার উলভসের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সত্যিকারের ফাইনাল। আমাদের ভাগ্য এখন আমাদের হাতে।’

এই মৌসুমে ম্যান সিটির আর মাত্র ৩ ম্যাচ বাকি রয়েছে। বুধবার উলভসের মাঠে গিয়ে তাদের বিপক্ষে খেলার পর লন্ডন স্টেডিয়াম ওয়েস্ট হামের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে খেলে মৌসুম শেষ করবে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এইচএমএ