আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে সাফ অ-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না ভুটান। পাকিস্তান ফিফার নিষেধাজ্ঞায় থাকা বাকি পাঁচ দেশ নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ দুই পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে। এই টুর্নামেন্টের আয়োজক ভারত। 

ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে এই জুনিয়র টুর্নামেন্ট। ভুটানের অংশগ্রহণ না করা সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘টুর্নামেন্টের সময় ভুটানের ফুটবলারদের পরীক্ষা রয়েছে। এজন্য তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না।’

ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে দিনে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫, ২৭, ২৯, ৩১ ও ২ আগস্ট এই পাঁচ দিন দুইটি করে ম্যাচ হবে। ৫ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের দিন সাফ প্রকাশ করলেও ম্যাচের সময় এখনো জানায়নি।

শ্রীলঙ্কা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এরপরও এই টুর্নামেন্টে ভারতে গিয়ে খেলবে বলে সাফকে জানিয়েছে। সাফের একটি জুনিয়র টুর্নামেন্ট শ্রীলঙ্কার স্বাগতিক হওয়ার কথা। বর্তমান জটিলতায় সেই টুর্নামেন্ট স্বাগতিক হওয়া নিয়ে সংশয় থাকলেও শ্রীলঙ্কা এখনো সাফকে অভয় দিয়ে যাচ্ছে। 

বাংলাদেশের ম্যাচগুলো-
২৫ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ জুলাই বাংলাদেশ-ভারত
২৯ জুলাই বাংলাদেশ-মালদ্বীপ
২ আগস্ট বাংলাদেশ-নেপাল

এজেড/এটি/এনইউ