একই দিন জিমি ও জামালদের ম্যাচ ইন্দোনেশিয়ায়
বাংলাদেশ হকি দল আজ (রোববার) স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়েছে। এতে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটি পড়েছে ১ জুন (বুধবার)। বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় জাকার্তায় নামবেন রাসেল মাহমুদ জিমিরা। এর সাত ঘন্টা পর ইন্দোনেশিয়াতেই স্বাগতিকদের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা।
আজকের ম্যাচটি জিমিরা হারলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতো। সেই ম্যাচটি হতো পরশু দিন মঙ্গলবার ৩১ মে। স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারানোয় একই দিন ইন্দোনেশিয়ায় বাংলাদেশ হকি ও ফুটবল দলের ম্যাচ পড়েছে। গেমস ছাড়া দেশের বাইরে বাংলাদেশের দুই সিনিয়র জাতীয় দলের একই দিন খেলা হওয়ার ঘটনা খুব বেশি নেই। জিমিরা খেলবেন জাকার্তায় আর বান্দুং শহরে জামালরা। হকি দল স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারানোয় তা কিছুটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ফুটবল দলের জন্য।
বিজ্ঞাপন
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ষষ্ঠ। পাকিস্তানকে হারাতে পারলে সেটা এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সেরা অর্জন হবে। এবার এশিয়া কাপের শীর্ষ চার দল বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ ফুটবলের দলের ম্যাচটি এশিয়া কাপের আগের প্রস্তুতির জন্য। ১ জুনের ম্যাচ খেলে বাংলাদেশ দল পরের দিন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে। ৮-১৪ জুন মালয়েশিয়ায় এশিয়া কাপ বাছাই। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ইন্দোনেশিয়ায় গিয়ে গতকাল দলকে অনুশীলন করিয়েছেন।
বিজ্ঞাপন
এজেড/এটি/এইচএমএ