অপেক্ষার পালা শেষ হচ্ছে অবশেষে। ইউরো চ্যাম্পিয়ন ইতালি আর কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে আজ রাতে। 

প্রায় ২৮ বছর পর এই শিরোপার লড়াই মাঠে গড়াচ্ছে আবার। সবশেষ ১৯৯৩ সালে ‘আর্তেমিও ফ্রাঞ্চি’ ট্রফি নামে এই শিরোপার লড়াই হয়েছিল। সেবারের আসরে মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক। ডেনমার্ককে হারিয়ে সেই ট্রফিটি জিতেছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। 

এরপর থেকে আর এই ট্রফি মাঠে গড়ায়নি। তবে উয়েফা আর কনমেবলের উদ্যোগে সেই আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি ফিরছে ‘ফিনালিসিমা’ নামে। তারই লড়াইয়ে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে ইতালির বিপক্ষে। 

আর্জেন্টিনা-ইতালির এই ‘ফাইনাল’ কখন, কোথায় হবে, ও যেখানে, যেভাবে দেখবেন-
তারিখ- ১ জুন, বুধবার। বাংলাদেশ সময়- (দিবাগত) রাত ১২টা ৪৫ মিনিট
ভেন্যু- ওয়েম্বলি স্টেডিয়াম
টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি টেন ১।
অনলাইনে দেখবেন যেভাবে- টফি, সনি লিভ অ্যাপ।
(এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)

এনইউ/এটি