ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩৭ বছর পর ড্র করে বেশ সন্তুষ্ট বাংলাদেশ জাতীয় দলের বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ ইন্দোনেশিয়ার বান্দুংয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই জনই এক পয়েন্টকে নিজেদের বড় অর্জন করে দেখেছেন। 

এই ড্রয়ের জন্য কোচ খেলোয়াড়দেরই অবদান দিলেন, ‘খেলোয়াড়রা পরিকল্পনা মতো খেলতে পেরেছে। এজন্যই এক পয়েন্ট পাওয়া সম্ভব হয়েছে।’ তার পরিকল্পনা ছোট ছোট ব্লক সফল হয়েছে বলে দাবি কোচের, ‘আমাদের পরিকল্পনা ছিল ছোট ব্লক করে খেলা। আমরা এটি দারুণভাবে করতে পেরেছি।’ 

ফুটবল গোলের খেলা। হ্যাভিয়ের ইতোমধ্যে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচে ডাগ আউটে দাঁড়ালেন ক্যাবরেরা। একটি ম্যাচ হারলেও বাকি দুই ম্যাচ ড্র করে তার পরিসংখ্যানটা খারাপ নয়। কিন্তু তিন ম্যাচের একটিতেও গোল নেই বাংলাদেশের। বিষয়টি তাকে ভাবালেও খুব বেশি উদ্বিগ্ন নন, ‘কাউন্টার অ্যাটাকে আমাদের গোলের পরিকল্পনা ছিল। এই ম্যাচে আমরা গোল পাইনি আশা করি সামনে পাব।’ 

অধিনায়ক জামাল ভূঁইয়াও কোচের সঙ্গে সন্তুষ্টি ও সামনে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন, ‘কাউন্টার অ্যাটাকে আমরা গোল করতে পারিনি সত্য। আমরা কোনো গোলও হজম করিনি। এই এক পয়েন্ট আমাদের এশিয়া কাপের বাছাইয়ে ভালো খেলতে সাহায্য করবে।’

বাংলাদেশ দল আগামীকাল দুপুরে ইন্দোনেশিয়া ছাড়বে। বিকেলের মধ্যে মালয়েশিয়ায় পৌঁছাবে। ৮-১৪ জুন বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

এজেড/এনইউ