জাদুকর বেনজেমা, শীর্ষে রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
শেষ দুই মৌসুমে যেন কারিম বেনজেমার পুনর্জন্মই হয়েছে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার গোল করার পাশাপাশি করানোতেও এখন সমান মনোযোগী। সে ধারাটা রোববার রাতেও ধরে রাখলেন ফরাসি স্টাইকার। নিজে করলেন এক গোল, করালেন আরও দুটো। তাতে এসডি এইবার কে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের উদ্বোধনী গোলটা এলো বেনজেমা থেকে। ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে একাদশে আসা রদ্রিগো গোয়েজের পাস ম্যাচের ষষ্ঠ মিনিটে বাঁ প্রান্তে খুঁজে পায় তাকে। এরপর দারুণ এক শটে এসডি এইবার গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা।
বিজ্ঞাপন
এর মিনিট সাতেক পর আবারও বেনজেমা-জাদু। ডান প্রান্তে বাইলাইনের কাছে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিলেন, বডি ডজে এক ডিফেন্ডারকে পরাস্ত করলেন, এরপর বক্সে আসতে থাকা লুকা মদ্রিচকে মাইনাস করলেন বলটা। আগুনে এক শটে সেটা প্রতিপক্ষের জালে পাঠান মদ্রিচ, রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে।
এরপর কিকে গার্সিয়ার দারুণ এক গোলে স্বাগতিক এইবার ইঙ্গিত দেয় ম্যাচে ফেরার। বক্সের বাঁ প্রান্ত থেকে শট নেয়ার মতো ফাঁকা জায়গা পেয়েই শট করে বসেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। ২৮তম মিনিটে তার ডান পায়ের বাঁকানো শটের কোনো জবাবই ছিলো না রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কাছে। ৩৮ মিনিটে বেনজেমা অবশ্য আরও একবার জালের দেখা পেয়েছিলেন। টনি ক্রুসের লংবল থেকে তার দারুণ গোলটি বাতিল হয় অফসাইডের কাঁটায়।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে কিছুটা নড়বড়েই ছিল রিয়ালের রক্ষণ। তাতে এইবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছে বেশ ক’বার। ৫৬ মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের বিপক্ষে হ্যান্ডবলের জোরালো আবেদনই ওঠে। যদিও রেফারি তাতে সাড়া দেননি আদৌ। তবে ম্যাচের একেবারে শেষ দিকে বেনজেমার বাড়ানো বলে লুকাস ভাসকেজের গোল ম্যাচের সব অনিশ্চয়তা দূর করে দেয়। এর ফলে টানা পঞ্চম আর চলতি লিগ মৌসুমে নবম জয়ও নিশ্চিত হয় রিয়ালের।
এর ফলে ১৪ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ দাঁড়ালো ২৯ পয়েন্টে, যৌথভাবে শীর্ষে উঠে এসেছে অ্যাটলেটিকোর সঙ্গে। যদিও রিয়াল থেকে দুই ম্যাচ কম খেলেছে অ্যাটলেটিকো। রিয়ালের এই জয়ে তিনে নেমে গেছে রিয়াল সোসিয়েদাদ। এক ম্যাচ বেশি খেলে দলটির সংগ্রহ ২৬ পয়েন্ট। ১৩ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তালিকার পাঁচে।
এনইউ