বৃষ্টির মধ্যেই জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব
এক সময় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ছিল অত্যন্ত আকর্ষণীয়। কালের বির্বতনে সেই জৌলুস আর নেই। পাঁচ মাস আগে শেষ হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপের মুল পর্ব শুরু হচ্ছে আগামীকাল।
দেশব্যাপী আষাঢ়ের ঢল। সিলেট, সুনামগঞ্জে অবিরাম বর্ষণ হচ্ছে। দেশের অন্যত্রও কম বেশি বৃষ্টি। এর মধ্যে আগামীকাল মাদারীপুর আচমত আলী স্টেডিয়ামে প্রতিদিন দু'টি করে ম্যাচ পরিচালনা করবে বাফুফে। এই আবহাওয়ার মধ্যে প্রতিদিন দুটি ম্যাচ এবং টানা খেলা এক সপ্তাহ। বৈরী আবহাওয়ার মধ্যে খেলা কিছুটা শঙ্কা থাকলেও চালিয়ে যাওয়ার লক্ষ্য কম্পিটিশন কমিটির।
বিজ্ঞাপন
জানুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয়েছিল জাতীয় চ্যাম্পিয়নশীপের প্রাথমিক পর্ব। চূড়ান্ত পর্ব হচ্ছে পাচ মাস পর। এর কারণ সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, এই চ্যাম্পিয়নশীপের অনেক খেলোয়াড় চ্যাম্পিয়নশীপ লিগে খেলে। চ্যাম্পিয়নশীপ লিগের ক্লাবগুলোর অনুরোধ ছিল চূড়ান্ত পর্ব পরে করা। এজন্যই মূলত বিলম্ব'।
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূল পর্বে আট জেলার সঙ্গে রয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। প্রিমিয়ার লিগে খেলা অনেক ফুটবলার নৌবাহিনীর সঙ্গে যুক্ত। সেই ফুটবলাররা অবশ্য নৌবাহিনীর হয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ খেলতে পারবেন না। টুর্নামেন্টের বাইলজে রয়েছে প্রিমিয়ার লিগের ফুটবলাররা এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না।
বিজ্ঞাপন
চূড়ান্ত পর্বে দশ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। কমলাপুর স্টেডিয়ামে ১ জুলাই দুইটি সেমিফাইনাল এবং ৪ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈরী আবহাওয়ায় ফিকশ্চার প্রয়োজনে পরিবর্তন হতেও পারে। আজ বাফুফে ভবনে জাতীয় চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, নির্বাহী সদস্য ইলিয়াস হোসেন, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ কমিটির অন্যান্যরা।
এজেড/এইচএমএ