অস্কারের হ্যাটট্রিকের পথে ‘প্রতিশোধের’ কাঁটা বিছাবেন মারুফুল?
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আগামীকাল শুরু হচ্ছে ১৯তম রাউন্ডের খেলা। ঈদের আগে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাউন্ডে। আগামীকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল চারটায় লিগের একমাত্র ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী।
আগামীকালের ম্যাচ অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস জিতলে হ্যাটট্রিক লিগ জয় থেকে মাত্র তিন পয়েন্ট দূরে থাকবে। প্রথম পর্বে বসুন্ধরার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। ফলে কালকের ম্যাচটা মারুফুল হকের দলের প্রতিশোধ নেয়ার মঞ্চও।
বিজ্ঞাপন
চট্টগ্রাম আবাহনী কাগজে-কলমে কিংসের চেয়ে দুর্বল দল। কিন্তু দলটির কোচ মারুফুল হক হওয়ায় অস্কারকে বাড়তি চিন্তায় থাকতেই হচ্ছে। কারণ মারুফ অস্কার মুখোমুখিতে মারুফের সফলতার হার ঈর্ষণীয়। লিগের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সঙ্গে কিংসের ব্যবধান সাত হলেও আগামীকাল ম্যাচ নিয়ে বেশ সতর্ক অবস্থানে দুই বারের লিগ চ্যাম্পিয়নরা।
আগামীকাল বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনীর সঙ্গে জিতলে তাদের চ্যাম্পিয়ন হতে লাগবে আর তিন পয়েন্ট। ঈদের পর মুন্সিগঞ্জ ভেন্যুতে সাইফ স্পোর্টিংকে হারাতে পারলেই লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের স্বাদ পাবে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী ও মোহামেডানের আশির দশকে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। পেশাদার লিগের যুগেও আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। তবে বসুন্ধরা বিশেষ কীর্তি গড়বে। প্রিমিয়ারে অভিষেক হওয়ার পরই হ্যাটট্রিক জয়ের রেকর্ড নেই কারো।
বিজ্ঞাপন
বসুন্ধরা কোচ ও টিম ম্যানেজম্যান্ট এখনই শিরোপা নিয়ে ভাবছে না। আগের রাউন্ডেই মোহামেডানের বিপক্ষে হোঁচট খেয়েছে সবচেয়ে বড় বাজেটের দলটি। নিজেদের ঘরে আত্মবিশ্বাসী মোহামেডান ১-১ গোলে ড্র করে কিংসের সঙ্গে। সেই মাঠেই আগামীকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলতে হচ্ছে কিংসের।
৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। গত আসরের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও সাইফের সমান পয়েন্ট। তবে গোলগড়ে পিছিয়ে চতুর্থ স্থানে আছে তারা। পঞ্চম স্থানে আছে পুলিশ ফুটবল ক্লাব। তাদের ২৮ পয়েন্ট। পুলিশের থেকে দুই পয়েন্ট কম নিয়ে তাদের ঘারে নিঃশ্বাস ফেলছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের সমান (২৬ পয়েন্ট) পয়েন্ট নিয়েই গোলগড়ে পিছিয়ে সপ্তম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।
গত রাউন্ডে জামালের কাছে তারা হেরে গেছে ২-০ গোলে। অষ্টম স্থানে থাকা শেখ রাসেলের ২১ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা রহমতগঞ্জের জন্যও ১৮তম রাউন্ডটি ছিল দারুণ সৌভাগ্যের। উত্তর বারিধার ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে। গত রাউন্ডে বড় হারে ১১ তম স্থানে নেমেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাই অবনমনের শঙ্কা আছে তাদেরও। ১৮ ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১১ পয়েন্ট। তলানীতে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের ৯ পয়েন্ট। শিরোপার লড়াই অনেকটা নিশ্চিত হলেও রেলিগেশন জোনে নাটকীয়তা অপেক্ষা করছে অনেক।
এজেড/এনইউ