বিশ্বকাপের খেলা দেখতে কয়েক মাস পর কাতারে আনাগোনা হবে লাখো ফুটবলপ্রেমীর। যাদের মধ্যে অনেক সমকামী ফুটবল সমর্থকও থাকবেন, নিজেদের দেশকে সমর্থন দিতে এবং ফুটবলের এই মহাযজ্ঞ উপভোগের জন্য তারাও ভিড় করবেন কাতারে। তবে এই সমকামী অতিথিদের আতিথেয়তা দিলেও তাদের নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটি।

এমন অবস্থায় কাতার বিশ্বকাপ চলাকালে দেশটিতে সমকামী ফুটবল সমর্থকদের রংধনু পতাকা সহ সমকামীদের বিভিন্ন প্রতীক প্রদর্শনে নিরুৎসাহিত করেছেন ওয়েলস ফুটবল ফেডারেশন প্রধান নোয়েল মুনি।

আরও পড়ুন >> বিশ্বকাপে সমকামীদের ‘লাল কার্ড’ দেখাল কাতার

যেহেতু কাতারে সমকামীতা নিষিদ্ধ, তাই কাতারগামী সমকামী ওয়েলস সমর্থকদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করেছেন মুনি। ব্রিটিশ দৈনিক মিররের সঙ্গে আলাপচারিতায় বিষয়টির ওপর আলোকপাত করেন এই ফুটবল কর্তা, ‘আমাদের এলজিবিটিকিউ ফুটবল সমর্থক কমিউনিটি রয়েছে, তাদের অনেকেই বিশ্বকাপ উপভোগ করতে কাতারে যাবে। আমরা তাদের বলেছি, স্থানীয়রা তাদের প্রতি সহনশীল থাকবে। সে দেশের মানুষেরা পথেঘাটে ভালোবাসার বহিঃপ্রকাশ করে না।’

‘আমরা ভিনদেশে যাচ্ছি, যেখানকার সংস্কৃতি আমাদের চেয়ে ভিন্ন। তারা যখন আমাদের এখানে আসে, তখন তারাও হয়ত আমাদের সংস্কৃতির কিছু জিনিস অপছন্দ করে, তবুও সহনশীলতা প্রদর্শন করে। আমাদের সমর্থকদেরও আমি সেই বার্তাই দিচ্ছি, যাতে তারাও সহনশীল থাকে এবং তাদের সংস্কৃতির ব্যাপারে সতর্ক থাকে।’

আরও পড়ুন >> ফিফার ইতিহাসে প্রথম সমকামী রেফারি ব্রাজিলের ইগর

এদিকে ৫৮ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে অবতীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছে গ্যারেথ বেলের ওয়েলস। বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ইরান। ২২ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েলসের বিশ্বকাপ মিশন।

এইচএমএ