মোহামেডানের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করার মুহূর্ত।

অনেক দিন পর ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৬ মার্চ নির্বাচন উপলক্ষ্যে আজ (বুধবার) ও আগামীকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র সংগ্রহের দিন। পরিচালক পদের জন্য রিটার্নিং অফিসার মোতাহের হোসেন সাজুর কাছ থেকে দশটি ফরম বিক্রি হয়েছে।

দশটি ফরমের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও সাইফ স্পোটিং ক্লাবের অন্যতম স্বত্ত্বাধিকারী তরফদার রুহুল আমিনের মোহামেডানের পরিচালক পদে ফরম ক্রয়। তিনি সশরীরে আসেন নি, তবে তার প্রতিনিধি নির্ধারিত মূল্য পরিশোধ করে ফরম সংগ্রহ করেছেন।

তরফদার রুহুল আমিনের পাশাপাশি আজ (বুধবার) ফরম সংগ্রহ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বিশিষ্ট সংগঠক হানিফ ভূঁইয়া, সাজেদ আদেল, মাছুদুজ্জামান, আবু হাসান চৌধুরি প্রিন্স,কামরুন নাহার ডানা, ছাইদ হাছান কানন, সারওয়ার হোসেন ও মাহবুব রব। আগামীকাল বৃহস্পতিবারও চলবে মনোনয়ন পত্র ক্রয়-বিক্রয়।

আবু হাসান চৌধুরি প্রিন্স মোহামেডানের ফুটবল দলনেতার দায়িত্বে রয়েছেন। এবার সরাসরি ক্লাবের পরিচালক হয়ে আরও বেশি ভূমিকা রাখতে চান, ‘দীর্ঘদিন মোহামেডানের সঙ্গে যুক্ত। পারিবারিকভাবেই মোহামেডানের রক্ত আমার শরীরে। ক্রিকেট দলের ম্যানেজার ছিলাম, এখন ফুটবল দলের দলনেতা। সামগ্রিকভাবে ক্লাবের উন্নয়ন করতে চাই এজন্য পরিচালক হতে চাওয়া।’

সর্বশেষ কমিটির অন্যতম পরিচালক মাহাবুব আনামের আজ মনোনয়নপত্র সংগ্রহের কথা থাকলেও শেষ পর্যন্ত ফরম নেননি। আগামীকাল বৃহস্পতিবার সংগ্রহ করবেন বলে জানা গেছে। বিগত কমিটির আরেক পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনোয়ারুল হক হেলালের অবশ্য এবার পরিচালক পদে প্রতিদ্বন্দীতা করবেন না বলে জানা গেছে।

পরিচালনা পর্ষদ ১৭ সদস্য বিশিষ্ট। ১৬ জন পরিচালক ও একজন সভাপতি। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ১ মার্চ মনোনয়নপত্র দাখিলের দিনক্ষণ। ৩৩৭ জন ভোটার, ১৬ পরিচালক ও সভাপতি নির্বাচিত করবেন। 

এজেড/এমএইচ/এটি