আরামবাগ ক্রীড়া সংঘ

আগের ম্যাচে ড্র করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। সেই ধারা পরের ম্যাচে ধরে রাখতে পারল না প্রিমিয়ার লিগের এই দলটি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-১ গোলে স্বাগতিক আরামবাগকে হারায়। এই হারের ফলে আরামবাগ দশ ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকল। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পুলিশ দল। 

আরামবাগ ক্রীড়া সংঘের উপর ফিক্সিং খড়গ। অভিযোগের তদন্ত চলা অবস্থায় আরামবাগ দল মাঠে ভালো কিছু করতে পারেনি। শ্রীলঙ্কান কোচ পাকির আলির অধীনে পুলিশ ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে। ম্যাচের প্রথমার্ধেই ০-২ গোলের লিড নেয় বাংলাদেশ পুলিশ। ১৪তম মিনিটে জমির উদ্দিন ম্যাচে গোলের সূচনা করেন। ২৯ মিনিটে পুলিশের বিদেশি ফুটবলার ফ্রেডরিক পোদ্দারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। 

৭২তম মিনিটে আরামবাগের ফরোয়ার্ড নিহাত জামানের গোলে ম্যাচের ব্যবধান কমে ১-২ হলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভার। আগের ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে আরামবাগ ৪-৪ গোলে ড্র করেছিল। ওই ম্যাচেও গোল করেছিলেন আরামবাগের ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস। 

চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে কোনও এক দলের রেলিগেশনে পড়ার সম্ভাবনা বেশি। কারণ, পয়েন্ট তালিকায় তলানিতে আছে এই দুই দল। 

এজেড/এটি/টিআইএস