দুই ম্যাচ চলে গেছে, এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হেরেছিল ২-১ গোলে। পরের ম্যাচে তাকে নিয়ে খেলে হেরেছে আরও বড় ব্যবধানে, ৪-০ গোলে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রোনালদোকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শই দিলেন তার সাবেক ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি। 

কেন তিনি দল থেকে রোনালদোকে বাদ দিতে বললেন? কারণ তিনি চাইছেন নতুন কোচ এরিক টেন হ্যাগ দলে যেন আরও প্রাণশক্তি যোগ করেন। সেটা করতে গিয়ে যদি রোনালদোকেও দল থেকে বাদ দিতে হয়, তাহলেও পরোয়া করেন না তিনি। 

মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের কোচ রুনি জানালেন, তার সাবেক সতীর্থ রোনালদো এখনো দলে জায়গা করে নেওয়ার মতো ফিট নন। সেটা তার মনে হয়েছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে। যে ম্যাচে ৪-০ গোলে হেরে ইউনাইটেড শেষ ৩০ বছরে প্রথম বারের মতো চলে গেছে লিগ টেবিলের তলানিতে।

দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনি বলেন, ‘আমি কোচ হলে রোনালদোকে খেলাতামই না। মার্কাস র‍্যাশফোর্ডকেও একাদশে রাখতাম না।’

‘আমি যদি টেন হ্যাগের জায়গায় থাকতাম, তাহলে আমার প্রধান চিন্তা থাকত কী করে আমি মাঠে আরও বেশি প্রাণশক্তি যোগ করতে পারি। ইউনাইটেড একটা সেন্টার ফরোয়ার্ডও কিনতে পারেনি এই দলবদল মৌসুমে, যার মানে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তারা রোনালদোর ওপর অনেক বেশি নির্ভর করেছে। সে ভালোভাবে অনুশীলন করেনি এর পরও।’

রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে রুনি বলেন, ‘তাকে দেখে মনে হচ্ছিল, ম্যাচের জন্য ফিট হতে তার আরও অনেক সময় লাগবে। টেন হ্যাগের দলের প্রাণশক্তি প্রয়োজন। সেটা করতে হলে রোনালদোকেও বসাতে হতে পারে।’

এনইউ