১ বারের বেশি সুযোগ পাবেন না রেফারিরা
ঘরোয়া ফুটবলে মৌসুম জুড়ে আলোচনায় ছিল রেফারিং। কখনো ম্যাচে সিদ্ধান্তের জন্য রেফারিরা ছিলেন কাঠগড়ায় আবার কখনো পাওনা আদায়ে ধর্মঘটে ছিলেন রেফারিরা। মৌসুম শেষে আগামী মৌসুমের জন্য রেফারিজ কমিটি নানা পরিকল্পনা করছে।
বুধবার (২৪ আগস্ট) রেফারিজ কমিটির সভায় মূলত আসন্ন ফিফা রেফারি পরীক্ষা নিয়েই বেশি আলোচনা হয়েছে। সাধারণত বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফা রেফারি পরীক্ষা হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা রেফারি পরীক্ষা।
বিজ্ঞাপন
ফিফা ব্যাজধারী রেফারি/সহকারী রেফারি হতে হলে ফিটনেস টেস্ট উতরাতে হয়। ফিফায় নাম পাঠানোর আগে বাফুফে অনেক সময় প্রথম পরীক্ষায় রেফারিরা ব্যর্থ হলেও দ্বিতীয়বার পরীক্ষা গ্রহণ করত। আজকের কমিটির সভায় রেফারিদের ফিটনেস টেস্ট একবারই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চলমান প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে রেফারিদের সম্মানীবৃদ্ধির বিষয়টি অনুমোদিত হয়। মহিলা ফুটবল লিগ শুরুর পূর্বে নারী রেফারিদের জন্য একটি রিফ্রেশার্স কোর্স করবে বাফুফে।
বিজ্ঞাপন
এজেড/এসএসএইচ