আবার ক্যাম্পে ফিরে যা বললেন সুমন রেজা
দুটি প্রীতি ম্যাচের জন্য চলমান জাতীয় দলের ক্যাম্পে ঘুরেফিরে আলোচনায় সুমন রেজা। প্রথম দিন রিপোর্ট করলেও পরে তার সংস্থা বিমানবাহিনীতে ফিরে যান। বিমানবাহিনী থেকে ছুটি না পাওয়ায় সেখান থেকে পদত্যাগপত্র দিয়ে আবার জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন তিনি।
সোমবার (২৯ আগস্ট) জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে খানিকটা ভারমুক্ত হলেন সুমন রেজা। অনুশীলনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিজের কাছে বেশ অসহায় লাগছিল। সবাই ক্যাম্পে আছে, অনুশীলন করছে আমি বাইরে। এখন একটু ভালো লাগছে’। বাংলাদেশ বিমানবাহিনীর চাকরি বেশ সম্মানের। জাতীয় দলের জন্য বিমানবাহিনীর চাকরি ছাড়ার সিদ্ধান্তটা বেশ কঠিনই ছিল। সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এটা আসলে জীবনের বড় একটি সিদ্ধান্ত ছিল। দেশ ও জাতির স্বার্থে আমি জাতীয় ফুটবল দলকে বেছে নিয়েছি। তাই এই সিদ্ধান্ত নিলাম।’
বিজ্ঞাপন
সুমন রেজা বাংলাদেশ বিমানবাহিনীতে আর নিজেকে সম্পৃক্ত রাখতে চান না চিঠি দিয়ে জানিয়েছেন। এই চিঠি এখনো বিমানবাহিনী অনুমোদন করেনি। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এই চিঠি অনুমোদন হওয়া সময়সাপেক্ষ। অনুমোদন না হওয়া পর্যন্ত তিনি বিমানবাহিনীর সদস্য হিসেবেই বিবেচিত হবেন।
চিঠি অনুমোদন না পাওয়ার আগে যদি আবার বিমানবাহিনী তাকে ডাকে সেক্ষেত্রে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিমানবাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। আজকের সুমন রেজা হয়েছে বিমানবাহিনীর জন্যই। আশা করি তারা আমার অবস্থানটি বুঝবে।’
বিজ্ঞাপন
বাংলাদেশে সামাজিকভাবে সরকারি চাকরির কদর অনেক। বিয়েশাদির ক্ষেত্রে মেয়ে পক্ষের ছেলে সরকারি চাকরি বা সার্ভিসেস সংস্থায় থাকলে বাড়তি আগ্রহ থাকে। সেই আকর্ষণীয় সরকারি চাকরি ছেড়েছেন সুমন। উঠতি তারকা এই ফুটবলার বিয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা ঠিক সরকারি চাকরির প্রতি সবার চাহিদা। তবে ফুটবলার ও ক্রীড়াবিদদেরও অনেক নারী পছন্দ করেন।’
জাতীয় ফুটবলার সুমন রেজা বাংলাদেশ বিমানবাহিনীরও সদস্য। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ জাতীয় দল কম্বোডিয়া ও নেপালে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। সেই একই সময় আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা হবে। এবারের স্বাগতিক বাংলাদেশ বিমানবাহিনী। সেই প্রতিযোগিতার জন্য সুমন রেজা জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের জন্য অনুমতি পাননি বিমানবাহিনীর পক্ষ থেকে। ছুটি না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি বিমানবাহিনীতে পদত্যাগপত্র জমা দিয়ে জাতীয় ফুটবল দলে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন।
এজেড/এমএ