গোলদাতা রাকিব হোসেন

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে লিড নিয়েছে জামালরা। বৃহস্পতিবার ম্যাচের ২৪ মিনিটে রাকিব হোসেনের গোলে ১-০ স্কোরলাইন হয়। এই গোলে বাংলাদেশ প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে। 

একটি সংঘবদ্ধ আক্রমণে মতিন মিয়া ডান প্রান্তে রাকিব হোসেনের দিকে বল বাড়ান। রাকিব হোসেন বলের নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে আড়াআড়ি শট করেন। কম্বোডিয়ার গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেননি। রাকিবের গোলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগআউট উল্লাসে মাতে। কম্বোডিয়ার নমপেনে অবস্থিত বাংলাদেশিরাও গ্যালারিতে উল্লাস করেন। 

এই গোলে রাকিব দুর্দান্ত ফিনিশিং করেছেন তেমনি মতিন দারুণ ডেলিভারি দিয়েছেন। বেশ কয়েকগত দৌড়ে ডিফেন্স চেরা পাস দিয়েছেন তিনি। এই পাস থেকে গোলের সুযোগ তৈরি হয়। যা ভুল করেননি রাকিব। 

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণে ছিল। এই গোলের আগে আরেকটি সুযোগ এসেছিল। সেই আক্রমণটি অবশ্য কম্বোডিয়ার গোলরক্ষক দারুণ সেভ করেছে। স্বাগতিক দলটিও মাঝে মধ্যে আক্রমণ রচনা করেছে। তবে সেই আক্রমণগুলো খুব বেশি ভীতির সঞ্চয় করতে পারেনি বাংলাদেশের রক্ষণে। 

এজেড/এটি