মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর শাস্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানকে আর্থিক জরিমানার পাশাপাশি দুই কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। ঢাকা মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স পরবর্তী তিন ম্যাচ ডাগ আউটে থাকতে পারবেন না।
অন্য দিকে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ আগামী এক ম্যাচ দলের সঙ্গে ম্যাচ চলাকালীন সময়ে উপস্থিত থাকতে পারবেন না। দুই কর্মকর্তাকে ম্যাচ বহিষ্কারাদেশের পাশাপাশি মোহামেডানের ব্রিটিশ কোচ শেন লীকে সতর্ক করেছে ডিসিপ্লিনারি কমিটি। মোহামেডান ক্লাবকে ৫০ হাজার এবং চট্টগ্রাম আবাহনীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচের ৬২ মিনিটে দুই দলের কর্মকর্তা তর্কে ও ধাক্কাধাক্কিতে জড়ান। মোহামেডানের আতিকুজ্জামানকে রেফারি হলুদ কার্ড দেখান ফাউলের জন্য। রেফারির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ চতুর্থ রেফারিকে লাল কার্ড দেখানোর আবেদন জানান।
এতে মোহামেডানের কোচ শেন লীও আরমান আজিজের সঙ্গে তর্কে লিপ্ত হন। এই সময়ে মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স দৌড়ে এসে আরমান আজিজকে ধাক্কা মারেন। এই সময় উভয়ে তর্কে লিপ্ত হলে রেফারি উভয়কে হলুদ কার্ড দেখায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে আজ (রোববার) কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ম্যাচে থাকতে পারেননি মোহামেডানরে দলনেতা প্রিন্স। এই রাউন্ডে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ নেই। প্রথম লেগের শেষ ম্যাচে নিষেধাজ্ঞায় থাকবেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান।
এজেড/এমএইচ