সময়টা তেমন ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে প্রভাব রাখতে না পারা পর্তুগিজ তারকা এবার ব্যর্থ হয়েছেন জাতীয় দলের জার্সিতেও। আর তাতে সমালোচনার বাণে বিদ্ধ হতে হচ্ছে ৬ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে। তবে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এসেছে ইতালির সাবেক ফরোয়ার্ড অ্যান্টনিও কাসানোর কাছ থেকে। সাবেক তারকার মতে, অবসর নিয়ে নেওয়া উচিত রোনালদোর।

‘ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়ের নিজেকে নিয়ে ভাবতে হবে। আর যদি আপনি নিজের কাজটি আর করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই থামতে হবে। সব খেলাতেই একই নিয়ম। যথেষ্ট হয়েছে, অবসর নিয়ে নাও।’

গত মঙ্গলবার ব্রাগায় নেশন্স লিগের ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। বাঁচা-মরার লড়াইয়ে সেদিন বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। শেষ মুহূর্তের গোলে হেরে নেশন্স লিগের ফাইনালসে ওঠার আশা শেষ হয়ে যায় ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের। 

তবে শুধু দেশের জার্সিতেই নয়, ইউনাইটেডের হয়েও যে ধারহীন রোনালদো সেটাও তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন কাসানো।

‘সে সবকিছু জিতেছে, সে একজন ফেনোমেনোন। সে অনেক অর্থ আয় করেছে। তবে এখন সে ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুর একাদশেও থাকতে পারছে না।’

রোনালদোকে ধুয়ে দিলেও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বেশ প্রশংসা করেছেন কাসানো। পিএসজি ফরোয়ার্ডের মধ্যে ম্যারডোনার ছায়া দেখতে পান বলে জানিয়েছেন তিনি।

‘মেসি হলো দিয়েগো মারাদোনার মতো। আত্মত্যাগ নিয়ে কথা বললে আমাদের মনে রাখতে হবে, লিও মাত্র ১৪ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়েছিল, শারীরিক অনেক সমস্যা পেরিয়ে সে আজকের অবস্থানে এসেছে। সে বার্সেলোনায় একা বছরের পর বছর কাটিয়েছে, এবং এগুলোই হচ্ছে ত্যাগ।’