বেলজিয়ান কোচ পল পুট চলে যাওয়ার পর যেন রীতিমতো জ্বলে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে পুলিশকে ৪-১ গোলে হারানোর পর আজ (শুক্রবার) ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে সাইফ। হেড কোচ পল পুট বিদায় নেওয়ার পর সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে ভালোই ছুটছে সাইফ।

তার কোচিংয়ে টানা দ্বিতীয় জয় পেল সাইফ স্পোর্টিং ক্লাব। দুই দলের জন্যই প্রথম লেগের শেষ ম্যাচ ছিল। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সাইফ স্পোটিং টেবিলের চতুর্থ স্থানে। সমান সংখ্যক ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৫। ১৩ দলের মধ্যে তাদের অবস্থান ১২।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোন কিছু বুঝে উঠার আগেই লিড নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের বয়স যখন ৩২ সেকেন্ড তখন ইয়াসিন গোল করেন। ব্যবধান বাড়াতে আরও তৎপর হয়ে উঠে সাইফ স্পোর্টিং। ১৯ মিনিটে স্কোরলাইন ২-০ করে তারা। 

রহিম উদ্দিন দারুণভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন। সেটাকে গোলে পরিণত করতে ভুল করেননি সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ। ৩৬ মিনিটে কর্নার পায় ব্রাদার্স ইউনিয়ন। শফিকুল ইসলাম শফি যে শট নেন তা ক্রসবারে লাগে। সাইফের ২-০ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

বিরতি থেকে ফিরে গোলের দারুণ সুযোগ নষ্ট হয় সাইফের। বাধা হয়ে দাঁড়ান ব্রাদার্সের গোলকিপার জাফর সরদার। ৪৮ মিনিটে সিরাজ উদ্দিনের কর্নার থেকে দারুণ হেড করেছিলেন কেনেথ। সে যাত্রায় দলকে বাঁচিয়েছেন জাফর। তিন মিনিট পর আবারও গোল পেতে পেতেও পায়নি সাইফ। 

ইয়াসিনের ক্রস থেকে কেনেথ ঠিকমতো কানেক্ট করতে পারলেই বল হয়তো জালের ঠিকানা খুজে পেত। ৭৩ মিনিটে ব্যবধান আরও বড় করে সাইফ স্পোর্টিং। দারুণ গতিতে ছুটে ব্রাদার্সের জালে বল জড়ান জন ওকোলি। এবারের লিগে এটা জন ওকোলির ৮ম গোল। 

এরপরই আরও দুইবার সুযোগ নষ্ট করে সাইফ। পরের মিনিটেই সাজ্জাদের শটে প্রস্তুত ছিলেন ব্রাদার্সের গোলকিপার জাফর সর্দার। এরপর শাহেদুল আলম বুলেট গতিতে শট নিয়েছিলেন। এবারও ব্রাদার্সকে বাঁচান জাফর। ৭৯ মিনিটে ফাহিমের শট গোলকিপার জাফরের কারণে জালে পৌঁছাতে পারেনি। 

মিনিট খানেক পরই আবারও ফাহিমের সামনে গোলের সুযোগ এসেছিল। ৮২ মিনিটে দারুণ শট নিয়েছিলেন ব্রাদার্সের সামির উল্লাহ। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে বল বাইরে পাঠিয়েছেন সাইফের গোলকিপার পাপ্পু হোসাইন। 

এরপর ক্রসবারও তাদের সফল হতে দেয়নি। ম্যাচে গোলক্ষুধা এতটুকু কমেনি সাইফের। ৮৪ মিনিটে আবারও গোল করেন জন ওকোলি। লিগে এটি ৯ম গোল এই নাইজেরিয়ানের। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব। 

এজেড/এমএইচ