শেষ হচ্ছে মোহামেডানের দশ বছরের অপেক্ষা
দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে দশ বছর পর নির্বাচন হচ্ছে আগামীকাল (শনিবার)। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালে। ওই নির্বাচনে অবশ্য পরিচালকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দুই বছরের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে এতদিন কাটিয়েছে।
চলমান নির্বাচনে একটা পক্ষ সমঝোতার চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়নি। ফলে ভোটাভুটিতেই নির্বাচিত হবেন ১৬ পরিচালক। ২০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনকে বেছে নেবেন ৩৩৭ জন ভোটার।
বিজ্ঞাপন
পরিচালক প্রার্থী আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন, ‘মোহামেডান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যাবৎ রয়েছি। এবার পরিচালক হতে চেয়েছি। আশা করি ভোটাররা যোগ্যতা, অভিজ্ঞতা, বিবেচনা করেই ভোট দেবেন।’
ক্লাবের বর্তমান পরিচালক ও পুনরায় প্রার্থী হওয়া জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা বলেন, ‘ক্লাবের পরিচালনা পর্ষদে সব কিছুর সংমিশ্রণ প্রয়োজন। ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদদের পাশাপাশি সাবেক তারকা খেলোয়াড়, সংগঠকদেরও প্রয়োজন আছে। এতে পরিচালনা পর্ষদ ভারসাম্যপূর্ণ হয়।’
বিজ্ঞাপন
সভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)। হোটেল লা মেরিডিয়ানে শনিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর আগে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলবে বার্ষিক সাধারণ সভা।
মোহামেডানের নির্বাচনে ২০ পরিচালক প্রার্থী- মোহাম্মদ একরামুল হক, মইন উদ্দিন হাসান রশীদ, মো. মোস্তাকুর রহমান, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, মাসুদুজ্জামান, আবু হাসান চৌধুরী প্রিন্স, মোস্তফা কামাল, খুজিস্তা নূর-ই-নাহরীন, এজিএম সাব্বির, শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, সাজেদ এএ আদেল, কবীর ভূঁইয়া, মাহবুব আনাম, কামরুন নাহার ডানা, হানিফ ভূঁইয়া, আবদুস সালাম মুর্শেদী এমপি, মঞ্জুর আলম ও প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
এজেড/এমএইচ