কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৯ দিন। বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সেই ধারাবাহিকতায় শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে সেনেগাল।

ডান পায়ের ফিবুলায় চোট পাওয়ার কারণে কয়েকদিন ধরে মাঠের বাইরে আছেন সাদিও মানে। শঙ্কা ছিল বায়ার্ন মিউনিখ তারকার বিশ্বকাপ দল থেকেও ছিটকে যাওয়ার। কিন্তু দেশের সবচেয়ে বড় তারকাকে বাদ দেওয়ার সাহস দেখালেন না সেনেগালের কোচ। ইনজুরি শঙ্কার মধ্যেও মানেকে নিয়েই দল ঘোষণা করলেন কোচ অলিও কিসে। 

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

ডিফেন্ডার: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিস, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গুয়ে, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।