দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ। স্যামসন এইচ চৌধুরী দুই পুত্র তপন চৌধুরি ও অঞ্জন চৌধুরি পিন্টুর সঙ্গে ক্রীড়াঙ্গনের সম্পৃক্ততা অনেক। তপন চৌধুরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরি পিন্টু বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তিনি দেশের অন্যতম আধুনিক ক্লাব ঢাকা আবাহনী ক্লাবের পরিচালক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও সহ-সভাপতি ছিলেন তিনি। 

তপন ও অঞ্জন চৌধুরি পিন্টুর মা অনিতা চৌধুরি আজ মৃত্যুবরণ করেছেন। তিনি স্কয়ার মাতা হিসেবে পরিচিত ছিলেন। অনিতা চৌধুরির মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল গভীর শোক প্রকাশ করেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা ও ব্যক্তিত্ব শোক জানিয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন শোক জানিয়েছে অনিতা চৌধুরির প্রয়াণে। ক্রীড়া সাংবাদিক ও লেখকদের দুই সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস এসোসিয়েশন এবং ক্রীড়া লেখক সমিতিও পৃথকভাবে শোক প্রকাশ করেছে। 

সংস্থা, সংগঠন ছাড়াও বিশিষ্ট অনেক ক্রীড়া ব্যক্তিত্বও শোক প্রকাশ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বিশিষ্ট সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সহ আরো অনেকে শোক প্রকাশ করেছেন।

এজেড/এনইআর