তরুণ কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার দায়িত্বে ইতোমধ্যে কয়েক বছর পার করেছেন। কোপা আমেরিকা, ফিনালিসিমাতে কোচিং করানো আর বিশ্বকাপে কোচিং যে এক নয় সেটা ভালোই টের পাচ্ছেন এই আর্জেন্টাইন। 

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আগামীকাল পোল্যান্ডকে হারাতে হবে আর্জেন্টিনাকে। ড্র করলেও চলবে তখন আবার আসবে নানা সমীকরণ। এমন পরিস্থিতির সামনে দাড়িয়ে কোচ স্ক্যালোনি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচই আখ্যায়িত করেছেন।

স্ক্যালোনির ক্যারিয়ার ছোট হলেও অভিজ্ঞতার ঝুলিটা নেহায়েত ফাঁকা নয়। আছে কোপা আমেরিকার ফাইনাল, ফিনালিসিমার মতো মঞ্চে দলের ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতা। সেই দুই ম্যাচে ব্রাজিল আর ইতালির মতো দলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। স্ক্যালোনি সেসব থেকেও গুরুত্বের বিচারে আগামীকাল রাতে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকেই এগিয়ে রাখলেন, ‘নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ উতরে দ্বিতীয় রাউন্ড উঠলে তখন আবার সেটা গুরুত্বপূর্ণ হবে।’

বিশ্বকাপের আগে ফুরফুরে মেজাজে থাকা কোচদের মধ্যে অন্যতম ছিলেন লিওনেল স্ক্যালোনি। ৩৬ ম্যাচ অপরাজিত কোচের এমন ভাব থাকা স্বাভাবিকই। সৌদি আরবের সঙ্গে এক হারে সব কিছু ওলটপালট হয়ে গেল। আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ঘটলে বিদায় ঘণ্টাও বেজে যাবে আর্জেন্টাইনদের। তাই এই ম্যাচের আগে খুব সতর্ক স্ক্যালোনি, ‘আমাদের খুব সংগঠিত থাকতে হবে। ৯০ মিনিটই সমান মনোযোগ দিতে হবে।’ 

মেক্সিকো ম্যাচে জিতে আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা আর্জেন্টিনার। মেক্সিকো সেন্ট্রাল আমেরিকান দল হওয়ায় ছোট পাসে খেলেছিল। ইউরোপিয়ান দল পোল্যান্ড লম্বা পাসে খেলার সম্ভাবনা বেশি। এই বিষয়টি মাথায় রয়েছে স্ক্যালোনির, ‘তারা এয়ারে বেশি খেলতে পারে এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।’

এজেড/এনইউ