রীতিমতো রূপকথার জন্ম দিয়েছে মরক্কো। স্বপ্নের ফুটবল খেলছে আফ্রিকার দেশটি। কিন্তু আজ রাতেই তাদের বাস্তবতার জমিনে নামতে হতে পারে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর সামনে আজ শক্তিশালী পর্তুগাল। ৩৬ বছর পর নকআউট পর্বে এসে স্পেনের স্বপ্ন ভেঙেছে তারা। এবার সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পর্তুগাল-মরক্কো ম্যাচটি। সরাসরি খেলাটি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

পর্তুগাল ফুটবল দলও আছে দারুণ ছন্দে। তৃতীয়বারের মতো সেমিফাইনালে খেলার পথে তারাই ফেভারিট। ২০০৬ সালে শেষবার শেষ চারে দেখা গেছে তাদের। তখন ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে সর্বনাশ। এরপর স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে ১-৩ গোলে চতুর্থ হয় ইউরোপের জায়ন্ট দেশটি।

এবারও ছন্দে পর্তুগীজরা। গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে উড়িয়েছে ৬-১ গোলে। তবে শেষ আটের ম্যাচটি খেলার আগে সতর্ক তারা। দলটির ফুটবলার ব্রুনো ফার্নান্দেস বলছিলেন, ‘সন্দেহ নেই এটি এক কঠিন ম্যাচ হবে। মরক্কো ভালো দল। তারা গ্রুপপর্বে সেরা হয়েছে। স্পেনকে ওরা হারিয়েছে। এমন একটা দলের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলা খেলতে হবে।’

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু এখন আলোচনায়। তার ম্যাজিকেই এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে তিনটিতেই কোনো গোল খায়নি দলটি। তবে রাতে গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেসদের সামাল দিতে হবে। শঙ্কার কথা হলো-নকআউট পর্বে আফ্রিকান দলগুলো ইউরোপের দলগুলোর বিপক্ষে আগের ১১ বারের দেখায় মাত্র দুটিতে জয় পেয়েছে মরক্কো। 

তবে বিশ্বকাপ ফুটবলে পর্তুগালকে হারানোর রেকর্ড রয়েছে মরোক্কোর। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপপর্বে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। সেই সাফল্য অনুপ্রেরণা দিচ্ছে তাদের।

এটি